বাংলাহান্ট ডেস্ক: করোনা কাল বহু দিন আগেই চলে গিয়েছে। কিন্তু সোনু সূদ (Sonu Sood) হাত গুটিয়ে বসে নেই। এখনো সাহায্য প্রার্থীদের জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। নিত্য নতুন সুবিধা নিয়ে আসছেন অসহায়দের জন্য। নিজের কেরিয়ারের পাশাপাশি সমাজকর্মী হিসাবেও পরিচিতি বেড়েছে সোনুর। এবার IAS পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং শুরু করলেন তিনি।
ডিভাইন ইন্ডিয়া ইয়ুথ অ্যাসোসিয়েশনের সঙ্গে হখত মিলিয়ে ‘সম্ভবম ২০২২-২৩’ শুরু করেছেন সোনু। নির্বাচিত পরীক্ষার্থীরা দেশের সেরা সিভিল সার্ভিস শিক্ষাকেন্দ্রগুলিতে বিনামূল্যে অনলাইন কোচিংয়ের সুবিধা এবং অভিজ্ঞদের পরামর্শও পাবে। একটি অনলাইন পরীক্ষায় নির্বাচিত পরীক্ষার্থীরাই শুধুমাত্র এই সুযোগ পাবে।
সম্ভবম ২০২২-২৩ প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য ৫০ টাকা জমা দিতে হবে। পুরো প্রক্রিয়ায় শুধুমাত্র এই টাকাটাই লাগবে যা আর পরে ফেরত দেওয়া হবে না। স্কলারশিপ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং ক্লাসের জন্য নাম নথিভুক্ত করা যাবে।
দু বছর আগে যখন করোনার ঢেউ আছড়ে পড়ে দেশে তখন থেকেই আমজনতার স্বার্থে পথে নেমেছিলেন সোনু। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে বাস, ট্রেন ভাড়া করে নিজের রাজ্যে, নিজের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। ভিন দেশে আটকে পড়া পড়ুয়াদেরও তিনি ফিরিয়ে এনেছিলেন দেশে।
चलो मिलकर एक नया भारत बनाते हैं l
Launching 'Sambhavam 2022-23'. FREE online coaching for IAS exams.
Details on https://t.co/juJL7Wk4oo@diyanewdelhi@soodfoundation🇮🇳 pic.twitter.com/3srQPiYB7i— sonu sood (@SonuSood) September 11, 2022
এখন করোনার বাড়বাড়ন্ত কমলেও কেউ অসহায় হয়ে সাহায্য প্রার্থনা করলেই নিজের চ্যারিটি সংস্থা নিয়ে তাদের পাশে দাঁড়ান সোনু। কেউ টাকার অভাবে চিকিৎসা করাতে না পারলে, কোনো রকমে ভাঙা বাড়িতে মাথা গুঁজে পড়ে থাকলে, খবর পেলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন সোনু। তাঁর প্রশংসায় পঞ্চমুখ দেশের উত্তর থেকে দক্ষিণ।
দুদিন আগেই এক ব্যক্তি নিজের রক্ত দিয়ে সোনুর ছবি এঁকে উপহার দিয়েছিলেন। উপহার তিনি গ্রহণ করলেও রক্ত নষ্ট করায় বেশ ক্ষুব্ধ হন। এসব কাজে রক্ত নষ্ট না করে বরং সেই রক্ত দান করুন, শিল্পীকে এমনটাই পরামর্শ দিয়েছিলেন সোনু।