নির্বাচনের আগেই বড় ঘোষনা, পঞ্জাবের ‘স্টেট আইকন’ এর পদ ছাড়লেন সোনু সূদ

বাংলাহান্ট ডেস্ক: পঞ্জাবের ‘স্টেট আইকন’ এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন অভিনেতা সোনু সূদ (sonu sood)। নির্বাচন কমিশনের তরফে তাঁকে এই বিশেষ পদের জন‍্য বেছে নেওয়া হয়েছিল। সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষনা সেরে সোনু জানালেন, নির্বাচন কমিশন ও তাঁর যৌথ সিদ্ধান্তেই এই পদক্ষেপ। পঞ্জাবের নির্বাচনের ঠিক আগে আগে এমন বড় ঘোষনায় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

দীর্ঘ লকডাউন ও করোনা কালে অসহায়দের রক্ষার্থে রাস্তায় নেমেছিলেন সোনু। বাসের পর বাস, ট্রেন, বিমান ভাড়া করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিকদের নিজেদের ঘরে ফিরিয়েছিলেন তিনি। ‘গরিবের মসিহা’র তকমা পেয়েছিলেন সোনু। তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জনও প্রবল হয়েছিল।

images 1590222592597 Sonu Sood site
নির্বাচন কমিশনের তরফে গত বছর সোনুকে ‘স্টেট আইকন’ হিসাবে নির্বাচন করা হয়। পঞ্জাবের মোগা জেলাতেই জন্ম অভিনেতার। কিন্তু শুক্রবার সোনু টুইটে লেখেন, ‘সব ভাল জিনিসের মতো এই সফরটাও শেষের মুখে এসে দাঁড়িয়েছে। আমি স্বেচ্ছায় পঞ্জাবের স্টেট আইকনের পদ ছাড়ছি। আমার পরিবারের সদস‍্য পঞ্জাবের বিধানসভা ভোটে লড়াই করবেন। তাই আমার ও নির্বাচন কমিশনের যৌথ সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ‍্যতের জন‍্য আমি শুভ কামনা জানাই।’

উল্লেখ‍্য, গত বছর নভেম্বরেই সোনু জানিয়েছিলেন তাঁর বোন মালবিকা সোনু পঞ্জাব বিধানসভা ভোটে লড়বেন। তবে কোন পার্টির হয়ে প্রার্থী হবেন তিনি তা বলেননি অভিনেতা। সম্প্রতি পঞ্জাবের মুখ‍্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির সঙ্গে সাক্ষাৎ করেন সোনু। তার পরপরই এই ঘোষনা।

https://twitter.com/SonuSood/status/1479461023685828611?t=dh_K6r0AYeLB6nvkc2nvtg&s=19

অতি সম্প্রতি পঞ্জাবের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার গাফিলতি কাঠগড়ায় তুলেছে সে দেশের সরকারকে। বিষয়টা নিয়ে তোলপাড় চলছে রাজনৈতিক মহলে। অনেকে এই বিতর্কের সঙ্গে সোনুর পদত‍্যাগের ঘোষনার যোগসূত্রও খুঁজে পাচ্ছেন।

গত বছর সোনু এবং দিল্লির মুখ‍্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষনা করেছিলেন দিল্লি সরকারের প্রস্তাবিত ‘ভারত কে মেন্টর’ কর্মসূচীতে কাজ করবেন অভিনেতা। তাঁকে পড়ুয়াদের মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত করা হয়েছে। এর পরপর সোনুর বাড়ি এবং অফিসে আয়কর দফতর হানাও দিয়েছিল।


Niranjana Nag

সম্পর্কিত খবর