বাংলা হান্ট ডেস্কঃ বাঙালিদের এক পবিত্র উৎসব পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি (Makar Sankranti)। বাংলা বছরের পৌষ মাসের সমাপ্তির দিনটিতে এই উৎসব পালিত হয়। সেইমত সমস্ত রীতি মেনে এদিন মকর সংক্রান্তির পুণ্য স্নানে যান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ (BJP MP) সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তবে শুধুই স্নান নয়, পুণ্য স্নান সেরে রাজ্যের শাসকদলকে একহাত নিলেন বঙ্গ বিজেপির এই নেতা। মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে স্নান করতে গিয়ে তৃণমূলের (Trinamool) পাপ ধোয়ার প্রার্থনা করলেন তিঁনি। সাথেই জয় শ্রী রাম স্লোগানে ধ্বনিত হল পুরো ঘাট।
ঠিক কী বললেন বিজেপি সাংসদ? এদিন স্নান সেরে সৌমিত্র খাঁ বলেন, “ঠাকুরের কাছে একটা কথাই বলব, এই তৃণমূলের নিজেদের যে পাপ পশ্চিমবঙ্গবাসীর ওপর ফেলেছে, ভগবানের কাছে যে ঋণ করেছে, সেই ঋণটা যাতে মিটে যায়। কিন্তু সেটা মিটবে একমাত্র বিজেপি সরকার বঙ্গে ক্ষমতায় এলে। তৃণমূলের প্রত্যেকটা নেতা পাপি, তৃণমূল কংগ্রেসের নেতাদের যে পাপ করেছে তা যাতে ধুয়ে যায় সেটাই আজ প্রার্থনা করলাম। ওপর থেকে নিচ পর্যন্ত পাপি। আর যুবরাজ হল সেই পাপের মাথা। পাপের বংশধর হল অভিষেক বন্দোপাধ্যায়। তাই তাঁদের সমস্ত পাপ যাতে ধুয়ে যায় তাই মকর সংক্রান্তির দিন আমরা প্রার্থনা করি।”
পাশাপাশি এদিন জলে দাঁড়িয়েই অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি সাংসদ। তাঁর কথায়, “অভিষেক নিজের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। এদিকে রাজ্যের হাজার হাজার আলু চাষী ন্যায্য দাম পাচ্ছেন না।মমতা বন্দোপাধ্যায়ের জন্য আলু চাষীরা দাম পাচ্ছেন না। তাই আমরা চাই আলু চাষী ন্যায্য দাম পাক।”
তাঁর সংযোজন, “আমরা চাই গ্রামবাংলার প্রতিটা মানুষের ঘরে সূর্য প্রণাম করে নতুন সূর্য উঠুক। এদিন গঙ্গা আরতির প্রসঙ্গ তুলেও মমতা সরকারকে একহাত নেন তিঁনি। তাঁর মন্তব্য,” সনাতনীকে ধর্মকে ধ্বংস করতে চায় তৃণমূল কংগ্রেস। তাই মমতা দ্রুত বিদায় হোক, অভিষেক চোরটা শীঘ্র ধরা পড়ুক এটাই প্রার্থনা করি। তৃণমূলকে ‘তোলাবাজির সরকার’ বলেও এদিন কটাক্ষ করেন তিঁনি।