টলিউড ডেবিউয়ের আগেই বিরাট ব্রেক, দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে ডাক পেলেন বেঙ্গল টপার নায়িকা

বাংলাহান্ট ডেস্ক: খুব শিগগিরিই দেবের নায়িকা হতে চলেছেন তিনি। ছোটপর্দা থেকে বড়পর্দায় উত্তরণ ঘটবে তাঁর। কিন্তু ‘মিঠাই রানী’ ডাকটার থেকে এত তাড়াতাড়ি অব্যাহতি পাচ্ছেন না সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। মিঠাই তাঁকে তাঁর প্রাপ্য পরিচিতি এনে দিয়েছে। এই সিরিয়ালের দৌলতেই দেশজোড়া নাম হয়েছে সৌমিতৃষার। এমনকি তাঁর টলিউডে সুযোগও মিঠাইয়ের জন্যই।

এবার আরো এক বড় খবর জানালেন সৌমিতৃষা। বাংলার বাইরেও কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে ডাক পেয়েছেন অভিনেত্রী। বাংলা থেকে অনেক অভিনেতা অভিনেত্রীই বহুদিন ধরে কাজ করছেন হিন্দি ছবি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। বড়পর্দা থেকে ছোটপর্দা দুই জগতের তারকারাই আরো বড় সুযোগ, বেশি পরিচিতির জন্য পাড়ি দিয়েছেন ভিন্ন ভাষার ইন্ডাস্ট্রিতে। এবার সেই তালিকায় যোগ হল সৌমিতৃষার নামও।

Soumitrisha kundu got offer from south industry

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মিঠাই অভিনেত্রী জানান, বাংলা সিরিয়ালের প্রস্তাব তিনি মিঠাই করার সময়েই পেয়েছিলেন। তারপর আসে তামিল এবং তেলুগু ভাষায় কাজের প্রস্তাব। দুই ভাষাতেই সিরিয়াল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সৌমিতৃষা। অভিনেত্রীর মতে, মিঠাই সিরিয়ালটি হিন্দি, ওড়িয়া সহ একাধিক ভাষায় রিমেক হয়েছে, যার মধ্যে রয়েছে দক্ষিণ ভারতীয় ভাষাও।

আরও পড়ুন: মহানায়িকার বাইসেপ সরু করতে গিয়ে… কৌশানির জন্য খিল্লির শিকার ‘লিডিং মোস্ট হিরো’ বনি

সম্ভবত তখনি তাঁকে দেখে নির্বাচন করা হয়। কিন্তু সুযোগ হাতছাড়া করতে হয় সৌমিতৃষাকে। আসলে ‘প্রধান’ এর জন্য হ্যাঁ বলে দেওয়ায় ডেটের সমস্যা হচ্ছে তাঁর। তাছাড়া ওই দুই ভাষায় সিরিয়ালের জন্য অনেকটা সময় দিতে হত। প্রধান এর শুটিং সামলে সেটা সম্ভবপর ছিল না সৌমিতৃষার কাছে। তাই বাধ্য হয়েই প্রোজেক্ট দুটো ছেড়ে দেন তিনি।

আরও পড়ুন: শেষ জীবন পর্যন্ত ছিল উপচে পড়া গ্ল্যামার, কী রহস্য ছিল শ্রীদেবীর চাবুক ফিগারের পেছনে?

অগাস্ট মাসেই প্রধান ছবির শুটিং শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে সৌমিতৃষার। এটাই তাঁর প্রথম সিনেমা। আর প্রথম বারেই দেবের বিপরীতে জুটি বাঁধার সুযোগ পেয়ে গিয়েছেন তিনি। অভিজিৎ সেন পরিচালিত ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অতনু রায়চৌধুরী। দেব সৌমিতৃষা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে।

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর