বাংলাহান্ট ডেস্ক: অভিনয়ে তিনি অনেক দিন ধরেই রয়েছেন। কিন্তু ‘মিঠাই’ (Mithai) তাঁকে একেবারে ঘরের মেয়ে করে তুলেছে। হ্যাঁ ঠিকই ধরেছেন, অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) কথাই বলা হচ্ছে। মোদক পরিবারের বৌমা হয়ে সমগ্র বাংলার দর্শকের থেকে ভালবাসা পাচ্ছেন তিনি। সৌমিতৃষাকে এখন এককথায় চেনে দর্শকরা। তাঁর সম্পর্কে খুঁটিনাটি জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন অনুরাগীরা।
সৌমিতৃষার অভিনয়ের ভক্ত তো সবাই। কিন্তু ছাত্রী হিসাবে তিনি কেমন তা কেউ জানেন? বারাসত হাই স্কুলে কলা বিভাগে পড়াশোনা করেছেন সৌমিতৃষা। তারপর সেন্ট পলস কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে ভর্তি হন তিনি। কিন্তু সে সময়ে অভিনয়েও পা রেখেছিলেন সৌমিতৃষা। দুটোই একসঙ্গে চালাচ্ছিলেন তিনি। কিন্তু বাবা মা পরামর্শ দেন, যেকোনো একটা সম্পূর্ণ মনোযোগ দিতে। তাই কিছুদিনের জন্য কলেজ ছেড়েছিলেন সৌমিতৃষা।
এখন আবার পড়াশোনা শুরু করেছেন সৌমিতৃষা। একটি ওপেন ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতক পড়া শুরু করেছেন তিনি। মিঠাই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। মেগা সিরিয়ালে চাপের কথা আগেও জানিয়েছিলেন সৌমিতৃষা। অসু্স্থ শরীরেও শুটিংয়ে ছুটতে হয় তাঁকে। এত চাপ সত্ত্বেও ইংরেজি অনার্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।
গত বছর শুটিংয়ের চাপের জন্য চূড়ান্ত বছরের পরীক্ষা দিতে পারেননি সৌমিতৃষা। তাই এবারে তিনি পরীক্ষা দিতে বদ্ধপরিকর। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অভিনেত্রী। সৌমিতৃষা আরো জানান, শুটিং সেটেও সিনিয়র অভিনেতা অভিনেত্রী বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে তিনি শিখেছেন কীভাবে হইহই করেও কাজ করা যায়।
কিছুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন সৌমিতৃষা। মাথা তোলার মতো পরিস্থিতিতে ছিলেন না তিনি। তার মধ্যেও শুটিং করে গিয়েছেন। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। জ্বরে ভুগছিলেন। হিমোগ্লোবিন এবং রক্তচাপ কমে গিয়েছিল অনেকটাই। মাথা তুলে দাঁড়াতে পারছিলেন না সৌমিতৃষা।
রক্তপরীক্ষা করা হয়েছিল বলেও জানান তিনি। ডেঙ্গি বা করোনার কোনো লক্ষণই পাওয়া যায়নি। ভাইরাল হয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসক। তাতেই দুর্বলতা। তবে এখন তিনি সম্পূর্ণ সু্স্থ।