বাংলাহান্ট ডেস্ক : সৌমিতৃষা কুণ্ডুকে (Soumitrisha Kundu) দর্শকরা চেনেন ‘মিঠাই’ নামেই। সিরিয়ালটি শেষ হয়েছে প্রায় দু বছর আগে। কিন্তু এখনো অনেকের স্মৃতিতেই উজ্জ্বল মোদক পরিবার। এই সিরিয়ালই কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল সৌমিতৃষার (Soumitrisha Kundu)। মিঠাই এর হাত ধরে জনপ্রিয়তার শিখরে ওঠার পর বড়পর্দায় সুযোগ পান তিনি। সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে অভিনয় করেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। তারপর আরো একটি ছবির শুটিংও সেরে ফেলেছেন তিনি। এর মাঝেই হঠাৎ ‘কালরাত্রি’ নেমে আসল সৌমিতৃষার জীবনে।
কেরিয়ারে নয়া মোড় সৌমিতৃষার (Soumitrisha Kundu)
না না, চমকে যাবেন না। নিজের সফল কেরিয়ার নিয়ে দিব্যি আছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। বরং বড়পর্দায় পা রাখার পর থেকেই একটার পর একটা সুখবর দিয়েই চলেছেন তিনি। এবার আরেকটি নতুন ইনিংস শুরু করতে চলেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। সিরিয়াল, সিনেমার পর এবার ওয়েব সিরিজ। খুব শীঘ্রই ডিজিটাল প্ল্যাটফর্মেও ডেবিউ করতে চলেছেন সৌমিতৃষা।
আরো পড়ুন : মমতা গদি ছাড়লেই হবে পুজো! মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শ্রীলেখার
ওয়েব সিরিজে ডেবিউ করছেন সৌমিও
জানা যাচ্ছে, পরিচালক অয়ন চক্রবর্তীর আগামী ওয়েব সিরিজ ‘কালরাত্রি’তে দেখা যাবে সৌমিতৃষাকে (Soumitrisha Kundu)। থ্রিলারধর্মী এই সিরিজে থাকছেন রাজদীপ গুপ্ত, ইন্দ্রাশিস রায়, রূপাঞ্জনা মিত্র, দেবেশ চট্টোপাধ্যায়রা। হিন্দু বিয়ের রীতিতে, বিয়ের পর দিন স্বামী স্ত্রী পরস্পরের মুখ দর্শন করে না। এই রাতটাকেই বলা হয় কালরাত্রি। অর্থাৎ নাম শুনেই বোঝা যাচ্ছে, বিয়ের প্রেক্ষাপটেই বোনা হবে কালরাত্রির গল্প।
আরো পড়ুন : সিরিয়াল ছেড়ে খবরে চোখ, মুখ ফেরাচ্ছেন দর্শকরা, আরজিকর কাণ্ডে প্রভাব পড়ছে টেলিপাড়ায়!
জানা গিয়েছে, আগামী ১১ ই সেপ্টেম্বর থেকে কালরাত্রি সিরিজের শুটিং শুরু হবে। ৪ ঠা অক্টোবর পর্যন্ত চলবে শুটিং। সৌমিতৃষার কেরিয়ারের এই নতুন মোড়ে খুশি তাঁর অনুরাগীরাও। তবে অন্যদিকে সৌমিতৃষার প্রাক্তন নায়ক আদৃত রায়ের কেরিয়ার বইছে উলটো খাতে।
সদ্য বিয়ে সেরেছেন ‘উচ্ছেবাবু’। শোনা যাচ্ছিল, আগামীতে ‘পাগল প্রেমী’ ছবিতে দেখা যাবে আদৃতকে। কিন্তু এর মাঝেই শোনা যায়, ওই ছবির প্রযোজনা সংস্থার একটি হিন্দি সিরিয়ালের কাজ নাকি মাঝপথেই ছেড়ে মুম্বই থেকে কলকাতায় ফিরে আসেন আদৃত। তাঁর এই কাণ্ডে ক্ষুব্ধ প্রযোজনা সংস্থা। তার জেরেই নাকি আটকে রয়েছে তাঁর ছবির কাজ।