ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্সে বাজিমাত করলেন সৌম্য! পেলেন স্বর্ণপদক, গর্বিত সারা দেশ

বাংলা হান্ট ডেস্ক: এই প্রথম ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্সে স্বর্ণপদক ছিনিয়ে আনল বাংলাদেশ (Bangladesh)। শুধু তাই নয়, বাংলাদেশের এখন গর্ব দেবজ্যোতি দাস সৌম্য। এর আগে বহুবার বাংলাদেশের বহু প্রতিযোগী, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও রুপো এবং ব্রোঞ্জ অবধি এসেই থেমে যেতেন। তবে, এবার সোনার ইতিহাস গড়লেন বাংলাদেশের সোনার টুকরো পড়ুয়া সৌম্য।

তথ্যসূত্রে জানা গিয়েছে, ২০০৫ সাল থেকে IOI-তে অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ (Bangladesh)। তখন থেকে দেশটি ২৪ টি ব্রোঞ্জ পদক এবং ৬ টি রৌপ্য পদক জেতে। আর এবার ২০২৪ সালে প্রথম স্বর্ণপদক পেল বাংলাদেশ। যদিও দেবজোতি ২০২৪ এর আগে দু’বার এই ইভেন্টে অংশগ্রহণ করেছেন। ২০২২-এ অংশগ্রহণ করে ব্রোঞ্জ এবং ২০২৩ সালে রৌপ্য পদক জিতেছিলেন।

   

এবছর ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্সের প্রথম দিনে সৌম্যর স্কোর ছিল ১৮৮.৬৩ আর র‍্যাঙ্ক ছিল ৫৯। দ্বিতীয় দিনে স্কোর হয় ১৮৫, র‍্যাঙ্ক হয় ১৫। সবমিলিয়ে বিশ্বের মধ্যে ৩০ র‍্যাঙ্ক নিয়ে সৌম্য বাংলাদেশের (Bangladesh) হয়ে এক নতুন অধ্যায় তৈরি করলেন।

Soumya won gold in International Olympiad in Informatics Bangladesh.

তথ্যসূত্রে জানা গিয়েছে, দেবজ্যোতি কোড ফোর্সেসের একজন রেড কোডার। সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির পড়ুয়া তিনি। ছোটো থেকেই এই বিষয়ে ছিলেন দারুণ আগ্রহী। এরপর সপ্তম শ্রেণিতে পড়াকালীন, তিনি কোডিং শেখা শুরু করেন। আর আজ তাঁর প্রোগ্রামিংয়ের চর্চা তাঁকে এতবড় সাফল্য এনে দিয়েছে।

আরও পড়ুন: কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প! প্রেসিডেন্ট নির্বাচনে কাকে সমর্থন করবে হিন্দু সংগঠন? মিলল বড় আপডেট

২০২৪ এ আইওআই অনুষ্ঠিত হচ্ছে আলেকজান্দ্রিয়াতে। অলিম্পিয়াডের এবারের অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের (Bangladesh) চার তরুণ। তাঁরা হলেন দেবজ্যোতি দাস সৌম্য, জারিফ রহমান, আকিব আজমাইন তূর্য ও দেশ আচার্য। তার মধ্যে জারিফ রহমান এবং আকিব আজমাইন তুর্য ব্রোঞ্জ পদক অর্জন করেন।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধেই তৈরি হবে ইতিহাস? বড় নজির গড়ার পথে রোহিত শর্মা, জানলে আপনারও হবে গর্ব

যদিও দেবজ্যোতি দাস সৌম্যর এই সাফল্য দেখে অভিনন্দন জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশের (Bangladesh) তরুণ মেধাবী শিক্ষার্থীদের এই অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান বৃদ্ধি করেছে। আমি এই অর্জনে অত্যন্ত আনন্দিত।” শুধু তিনিই একা নয়, গোটা বাংলাদেশ সৌম্যর এই বিরাট কৃতিত্বে অত্যন্ত আনন্দিত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর