বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় বর্তমানে ফুঁসছে বাংলা। পথে নেমে চলছে প্রতিবাদ। এই আবহে এবার ওয়াশিংটন ডিসির একটি পুজোয় ‘জাস্টিস ফর আরজি কর’ লেখা টিশার্ট পরার কারণে আক্রমণের মুখে পড়তে হল একজন সাউন্ড আর্টিস্টকে। বিশেষ করে গায়ক তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) শোয়ের সময় ওই টিশার্ট পরার কারণে সংশ্লিষ্ট সাউন্ড আর্টিস্টকে আক্রমণের মুখে পড়তে হয় বলে খবর।
বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) শোয়ে আক্রমণের মুখে সাউন্ড আর্টিস্ট!
সম্প্রতি ঈশান ব্যান্ডের গায়ক সায়ন মিত্র সেই ঘটনা সমাজমাধ্যমে তুলে ধরেন। এদিন নিজের সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ‘জাস্টিস ফর আরজি কর’ (Justice for RG Kar) লেখা একটি টিশার্ট পরে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন একজন যুবক। ওই ছবি শেয়ার করেই সম্পূর্ণ ঘটনা তুলে ধরেছেন সায়ন।
ঈশান ব্যান্ডের গায়ক লিখেছেন, ‘১৪০০০ কিলোমিটার দূর থেকেও থ্রেট কালচারের খবর আসছে। শুনলাম, আমাদের ব্যান্ডের অভিষেক পাপন দত্তের সঙ্গে ঘটনাটি ঘটেছে। আপনাদের সঙ্গেও বিস্তারিত শেয়ার করছি। ওয়াশিংটন ডিসির একটি পুজো কমিটিতে বাবুল সুপ্রিয়র অনুষ্ঠান ছিল। সেখানে পাপন নিজের প্রফেশনাল কাজ করছিল। সেই সঙ্গেই ওখানে জাস্টিস ফর আরজি করের সমর্থনে একটি বুথও ছিল। সেখান থেকেই একটি জাস্টিস ফর আরজি কর লেখা টিশার্ট কিনে ও পরেছিল’।
আরও পড়ুনঃ সন্দীপ অতীত! RG Kar দুর্নীতি মামলায় এবার CBI স্ক্যানারে এই ব্যক্তি! পরিচয় ফাঁস হতেই তোলপাড়
সায়ন জানান, অভিষেক একা নয়, আরও অনেকেই তা পরেছিলেন। তিনি বলেন, অভিষেক এই অনুষ্ঠানে কিছুটা ভলেন্টিয়ার এবং কিছুটা প্রফেশনাল হিসেবে কাজ করছিলেন। সায়ন লেখেন, ‘বাবুল সুপ্রিয় ঢোকার আগে সাউন্ড চেক হওয়ার পর পুজো কমিটির প্রেসিডেন্ট এসে পাপনকে টিশার্টটি বদলাতে অথবা ঢেকে দেওয়ার অনুরোধ করেন। পাপন না বলায় বচসা বাড়ে। ব্যক্তি আক্রমণ শুরু হয়’।
ঈশান ব্যান্ডের গায়ক জানান, অন্য একজনের হাতে দায়িত্ব তুলে দিয়ে অভিষেক স্টেজ থেকে সরে আসেন। তবে পরনের টিশার্ট খোলেননি। এখনও অবধি অনেকে ওই পুজো কমিটির কাজের নিন্দা করেছে বলে জানিয়েছেন তিনি। বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) শোয়ের আগে এই ধরণের ঘটনা ঘটলেও আজ প্রফেশনাল কমিটমেন্ট রাখার জন্য সাহানা সামন্তকের শোয়ের সাউন্ড করতে সেখানে গিয়েছেন অভিষেক।