চাঞ্চল্যকর বিষয়! ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসছে ভয়াবহ শব্দ, ভিডিও প্রকাশ করল NASA

বাংলা হান্ট ডেস্ক: মহাজাগতিক বিষয় নিয়ে বিস্তারিত জানার জন্য বহু বছর ধরেই গবেষণায় লিপ্ত রয়েছেন বিজ্ঞানীরা। এমনকি, তাঁদের এই গবেষণার ফলে মাঝে মধ্যেই সামনে আসে একের পর এক চমকপ্রদ তথ্য। যা দেখে অবাক হয়ে যান সকলেই। মূলত, ওই গবেষণাগুলিতে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে NASA (National Aeronautics and Space Administration)।

পাশাপাশি, আমরা বিজ্ঞানীদের সূত্রে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য জানতে পেরেছি। এমনকি, বিজ্ঞানীরা এটাও জানিয়েছেন যে, মহাবিশ্বে এই গহ্বর নিকষ কালো ব্ল্যাক হোলের আকর্ষণ ক্ষমতা অত্যন্ত বেশি। এছাড়াও, এটির অসীম শূন্যতা শুষে নিতে পারে আলোকেও।

এমতাবস্থায়, এই ব্ল্যাক হোল সম্পর্কেই চমকপ্রদ একটি বিষয় উপস্থাপিত করলেন বিজ্ঞানীরা। মূলত, এবার ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসা অদ্ভূত ও ভয়াবহ শব্দকে প্রকাশ্যে নিয়ে এসেছেন NASA-র বিজ্ঞানীরা। জানা গিয়েছে যে, বিজ্ঞানীরা ব্ল্যাক হোল থেকে নির্গত হওয়া চাপের তরঙ্গকে শব্দ তরঙ্গে পরিণত করে তা রেকর্ড করেছেন। এমনকি, চলতি সপ্তাহেই এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে NASA-র মাধ্যমে। যেখানে, স্পষ্টভাবে শোনা গিয়েছে সেই ভয়াবহ শব্দ।

এই প্রসঙ্গে NASA-র তরফে জানানো হয়েছে যে, “প্রাথমিকভাবে মনে করা হয় মহাশূন্যে কোনোরকম শব্দ নেই। কারণ সেই স্থান হল বায়ুশূন্য। আর বায়ুশূন্য স্থান দিয়ে শব্দ চলাচলও করতে পারে না। যদিও, একটি গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে গ্যালাক্সিগুলি গ্যাস নির্গমন করতে থাকে। আর তার জেরেই শব্দ চলাচলের একটি মাধ্যম তৈরি হয়ে যায়।” তবে, প্রকাশিত ভিডিওটিতে যে শব্দ শোনা গিয়েছে তা ব্ল্যাক হোল থেকে নির্গত আসল শব্দের তুলনায় অনেকটাই বেশি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর