দায়িত্ব নেওয়ার পর রজার বিনিকে শুভেচ্ছা জানালেন সৌরভ, দাদার পাশে দাঁড়িয়ে টুইট যুবরাজের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আনুষ্ঠানিকভাবে বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলীর মেয়াদ শেষ হয়ে গেল। মঙ্গলবার থেকে ভারতীয় ক্রিকেটের শুরু হয়ে গেল রজার বিনি জামানা। ১৯৮৩ বিশ্বকাপ জয়ের নায়ক এবং সেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়া মিডিয়াম পেসার ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩৬ তম সভাপতি নির্বাচিত হলেন। দায়িত্ব নেওয়ার পরেই তার প্রথম বক্তব্যে বিনি জানিয়েছেন কিছু ক্রিকেটার কেন এত ঘনঘন চোট পাচ্ছেন সেই ব্যাপারটা এবার ভারতীয় ক্রিকেট বোর্ড তলিয়ে দেখবে।

নতুন সভাপতির বিষয়ে পুরনো সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কিছু বলার আছে কিনা সেই নিয়ে তাকে প্রশ্ন করা হলে বিনিকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন সৌরভ। সৌরভ নিজের বক্তব্যে বলেছেন, “আমি রজারকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাতে চাই। একটা নতুন গ্রুপ এবার ভারতীয় ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বিসিসিআই সুরক্ষিত হাতেই রয়েছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য আমার আগাম শুভেচ্ছা রইল।”

এদিন বার্ষিক সাধারণ সভায় বোর্ডের তরফ থেকে আইসিসিতে সৌরভের নাম প্রস্তাব করা হবে কিনা সেটাও একটা অ্যাজেন্ডা হিসেবে রাখা হয়েছিল। তো সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই ইস্যু নিয়ে বিসিসিআইয়ের কর্মকর্তারা কোনওরকম আলোচনা করেনি। ফলে সৌরভের ভাগ্য এখনও সরু সুতোর ওপর ঝুলে রয়েছে।

এমন অবস্থায় নিজের প্রিয় দাদার পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। সোশ্যাল মিডিয়াতে তিনি রজার বিনিকে যেমন নতুন সভাপতি হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন, ঠিক তেমনই সৌরভ গঙ্গোপাধ্যায় কে সফলভাবে নিজের মেয়াদ শেষ করার জন্য অভিনন্দন জানিয়েছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তিনি সিএবি সভাপতি হওয়ার জন্য নির্বাচনে লড়বেন। তার সামনে আইপিএল চেয়ারম্যান হওয়ারও প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু তিনি বিসিসিআই সভাপতি চেয়ে কম গুরুত্বপূর্ণ কোনো প্রশাসনিক পদে দায়িত্ব নিতে চান না বলে সেই প্রস্তাব বেরিয়ে গিয়েছিলেন। তাহলে কেন ফের সিএবি সভাপতির দায়িত্ব নিচ্ছেন সৌরভ? প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন মহারাজ।


Reetabrata Deb

সম্পর্কিত খবর