মোদীকে টেক্কা দিয়ে শীর্ষে পৌঁছবে কলকাতা! বিস্ফোরক মন্তব্য সৌরভের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল অর্থাৎ ৮ ই জুলাই নিজের ৫১ তম জন্মদিন উদযাপন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রাক্তন থেকে শুরু করে বর্তমান যুগের অনেক ক্রিকেটাররাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে নিজের নতুন উদ্যোগ হিসাবে একটি এডুকেশনাল অ্যাপও লঞ্চ করেছেন মহারাজ। তবে এসবের মধ্যে থেকেও ক্রিকেটকে খুব দূরে রাখছেন না বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক গত বছরের অক্টোবর মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ হারানোর পর একাধিক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন। একগাদা বিজ্ঞাপনের শ্যুটিংয়ের পাশাপাশি তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদের দায়িত্ব এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে একজন ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন। ফলে তিনি ক্রিকেট থেকে দূরে রয়েছেন এমনটা একেবারেই বলা যাবে না।

সম্প্রতি সৌরভ একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন আহমেদাবাদের এবং কলকাতার দুটি বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়ামকে নিয়ে। আহমেদাবাদে নরেন্দ্র মোদীর নামকরণে তৈরি স্টেডিয়ামটি এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম। এক লাখেরও বেশি লোক ওই স্টেডিয়ামে বসে ম্যাচের আনন্দ উপভোগ করতে পারেন। গত আইপিএল ফাইনালের সময় বৃষ্টির কারণে স্টেডিয়ামের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠলেও একের পর এক মহা গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়ে যাচ্ছে এই নতুন স্টেডিয়ামটি।

eden wc

অপরদিকে ঐতিহ্যবাহী কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের দর্শক ধারণা সংখ্যা ৬৭,০০০। যদিও বাকেট সিট বসানোর আগে ইডেনেও এক লাখ লোক একসঙ্গে বসে খেলার আনন্দ উপভোগ করতে পারতেন। ইডেনও আসন্ন ওডিআই বিশ্বকাপে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে। কিন্তু ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর থেকে আর কোনও সর্বোচ্চ মানের ম্যাচ আয়োজন করেনি কলকাতার এই স্টেডিয়াম।

এই সম্পর্কে সম্প্রতি মুখ খুলেছিলেন সৌরভ। তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে সরাসরি যুক্ত না থেকেও এই ব্যাপারে মুখ খুলেছেন দেখে সকলে কিছুটা আশ্চর্য হয়েছেন। যদিও সিএবি সভাপতির দায়িত্ব রয়েছে তার নিজের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সৌরভ একটি সংবাদমাধ্যমের সঙ্গে বার্তালাপ করার সময় জানিয়েছেন যে কোনও স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্টেডিয়ামের দর্শক ধারণসংখ্যা একটা বড় ভূমিকা পালন করে। পিচ, মাঠের ঘাস ও অন্যান্য যাবতীয় ক্রীড়া সংক্রান্ত আধুনিক পরিকাঠামোর ক্ষেত্রে ইডেন বিশ্বের কোনও ক্রিকেট স্টেডিয়ামের থেকেই খুব বেশি পিছিয়ে নেই।

সেই সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সৌরভ দাবি করেছেন আসন্ন বিশ্বকাপ সম্পূর্ণ হওয়ার পরেই ইডেনের দর্শক আসন বৃদ্ধি করার কাজ শুরু হবে। ইডেনেও এক লাখের বেশি লোক আবার বসে একসাথে খেলা দেখতে পারবেন এবং হয়তো নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকাসন সংখ‍্যাকে টেক্কা দেবে বাঙালির সাধের ইডেন।

 

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর