এবার কোহলিকে পাল্টা দিলেন সৌরভ! RCB তারকাকে আনফলো করলেন প্রাক্তন BCCI সভাপতি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) এবং সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) মধ্যে সম্পর্কের তিক্ততা কমার আপাতত কোনও লক্ষণ দেখাই যাচ্ছে না। গত শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) একে অপরের মুখোমুখি হয়েছিল। বিরাট কোহলির ছিলেন আরসিবি দলের ওপেনার এবং সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট। গোটা ম্যাচ জুড়ে একে অপরকে অগ্রাহ্য করে চলেন। ম্যাচের পরে দুইজনেই সজ্ঞানত একে অপরের সঙ্গে করমর্দন করার বিষয়টি এড়িয়ে যান।

এরপরই সকলে দাবি করতে থাকেন যে মাঠের ওই ঘটনাগুলির পর বিরাট কোহলির সৌরভ গঙ্গোপাধ্যায় কে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আনফলো করেছেন। যদিও অনেকেই প্রশ্ন তুলেছেন যে কোহলি কি আগে কোনদিনও সৌরভকে ইনস্টাগ্রামে ফলো করতেন? এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার আগেই আরও একটি বিষয় ঘটে গিয়েছে।

sourav kohli

অনেক সৌরভ গাঙ্গুলী ভক্ত দাবি করছেন যে এই ঘটনার পর বিরাট কোহলিকেও সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আনফলো করেছেন। যদিও এই বিষয়গুলি নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। কিন্তু গোটা ঘটনাটি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের দুই ভাগে বিভক্ত করে দিয়েছে।

অথচ দুই তারকার মধ্যে সব সময় কিন্তু এরকম সম্পর্কের শীতলতা ছিল না। বিরাট কোহলি যখন প্রাথমিকভাবে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তখন সৌরভ গঙ্গোপাধ্যায় ধারাভাষের সঙ্গে যুক্ত ছিলেন। তার সঙ্গে একটি সাক্ষাৎকার এই বিরাট কোহলি দাবি করেছেন যে বিদেশের মাটিতে জয়ের ব্যাপারে শুনি সৌরভের অধিনায়কত্ব দেখে অনুপ্রেরণা পেয়েছেন। তাদের সম্পর্কের এই শীতলতা শুরু আজ থেকে দেড়-দুই বছর আগে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে বিরাট কোহলি যখন ওডিআই ও টি-টোয়েন্টি ফরম‍্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেন তখন সৌরভ দাবি করেছিলেন যে তিনি বিরাটকে পরামর্শ দিয়েছেন নিজে সিদ্ধান্ত ফের একবার বিবেচনা করার জন্য। কিন্তু বিরাট কোহলি পরে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ওডিআই অধিনায়কত্ব তিনি ছাড়েননি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিবেচনা করার জন্য তাকে কেউ অনুরোধ জানায়নি। পরোক্ষভাবে সৌরভকে মিথ্যাবাদী বলে দাবি করেছিলেন কোহলি। সেই থেকেই তাদের মধ্যে চলতে থাকা ঠান্ডা লড়াই সকলের সামনে আসে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর