বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জীবনের ওপর ভর করে এবার বলিউডে একটি দুর্দান্ত বায়োপিক তৈরি হতে চলেছে। এমএস ধোনি ও মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিকের পর এবার “দাদা”-র জীবনের গল্পও দেখা যাবে সিলভার স্ক্রিনে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, এই ছবিটি বিপুল বাজেটে তৈরি হবে এবং একটি বড় প্রোডাকশন হাউসের অধীনে এটি তৈরি হতে চলেছে।
সৌরভের (Sourav Ganguly) বায়োপিক:
এদিকে, এই ছবিতে সৌরভের (Sourav Ganguly) চরিত্রে অভিনয়ের জন্য উঠে আসছে রাজকুমার রাওয়ের নাম। প্রথমে রণবীর কাপুর এবং তারপর আয়ুষ্মান খুরানার সৌরভের ভূমিকায় অভিনয় করার বিষয়টি সামনে এসেছিল। যদিও এবার রাজকুমার রাওয়ের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তবে, ছবির চিত্রনাট্য এবং মুক্তির তারিখ সম্পর্কে এখনও তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে, এই বায়োপিকে সৌরভের জীবনের ৫ টি বড় ঘটনা তুলে ধরা হবে। বর্ধমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
১. লর্ডসের ব্যালকনিতে জয় উদযাপন: ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ভারত ৩২৬ রান তাড়া করে ইংল্যান্ডকে পরাজিত করে। যেটি একটি ঐতিহাসিক বিজয় হিসেবে বিবেচিত হয়। ওই ম্যাচেই, সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে আনন্দ উদযাপন করেছিলেন। এই মুহূর্তটি ভারতীয় ক্রিকেটের নতুন আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছিল।
২. নাগমার সঙ্গে সম্পর্কের গুঞ্জন: ১৯৯৯ সালের বিশ্বকাপের সময়ে অভিনেত্রী নাগমা এবং সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) মধ্যে সম্পর্কের খবর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। যদিও, সৌরভ এই বিষয়টি অস্বীকার করে এলেও নাগমা পরে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছিলেন এবং বলেছিলেন যে তিনি দেশের স্বার্থে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।
৩. গ্রেগ চ্যাপেল বিতর্ক: ২০০৫ সালে গাঙ্গুলি (Sourav Ganguly) এবং কোচ গ্রেগ চ্যাপেলের মধ্যে বিরোধ ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। চ্যাপেল সৌরভ গাঙ্গুলিকে “শারীরিক ও মানসিকভাবে” অধিনায়কত্বের জন্য অযোগ্য বলে বিসিসিআইকে একটি ইমেল লিখেছিলেন। এই বিতর্ক মিডিয়াতে ফাঁস হয়ে যায় এবং সমগ্র ক্রিকেট বিশ্বের তোলপাড় শুরু হয়।
আরও পড়ুন: দাম মাত্র ৪২ টাকা! অথচ, এই একটা জিনিসের জন্য পাকিস্তান সম্পূর্ণ ভারতের ওপর নির্ভরশীল, জানেন কি?
৪. রবি শাস্ত্রীর সাথে বিরোধ: ২০১৬ সালে, ভারতীয় দলের কোচ নির্বাচনের সময়ে রবি শাস্ত্রী এবং সৌরভ গাঙ্গুলির মধ্যে বিরোধ দেখা দেয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারভিউ দেন শাস্ত্রী। সৌরভ গাঙ্গুলি ছাড়াও কোচ নির্বাচনের জন্য গঠিত কমিটির সদস্য ছিলেন সচিন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণ। গাঙ্গুলি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেওয়া ইন্টারভিউয়ে অংশ নেননি। এরপর শাস্ত্রী ও গাঙ্গুলির মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। এই বিতর্ক মিডিয়ার মাধ্যমে সামনে আসার পরে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল।
আরও পড়ুন: যেখানেই যাচ্ছেন সেখানেই দুর্ভোগ! রোহিত শর্মা এন্ট্রি নিতেই ১১ বছর পর বড় ধাক্কা পেল তাঁর দল
৫. রাহুল দ্রাবিড়ের সাথে পার্থক্য: সৌরভ (Sourav Ganguly) এবং রাহুল দ্রাবিড়ের বন্ধুত্ব ক্রিকেট বিশ্বে খুব বিখ্যাত ছিল। কিন্তু, গ্রেগ চ্যাপেল দলের কোচ হওয়ার পর থেকেই দু’জনের মধ্যে মতভেদ শুরু হয়। গাঙ্গুলি আসলে চ্যাপেলের স্বেচ্ছাচারিতা পছন্দ করেননি এবং তিনি দ্রাবিড়ের প্রতি এই কারণে বিরক্তি প্রকাশ করেছিলেন যে তিনি অধিনায়ক হওয়া সত্বেও কিছু বলছেন না। যার ফলে দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়।