করোনা আক্রান্ত মহারাজ, হাসপাতালে ভর্তি রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ পরিবারের সদস্যের পর এবার করোনা আক্রান্ত স্বয়ং বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। আলিপুর সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে মহারাজ।

00 65

জানা গিয়েছে, রবিবার হালকা জ্বর এসেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তারপরই করোনার জন্য নমুনা পাঠানো হয়। আর তাতেই সোমবার সন্ধ্যায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। আরও জানা গিয়েছে, তাঁর শরীরের নমুনা ওমিক্রন টেস্টের জন্যও পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, পূর্বে তাঁর পরিবারের সদস্য করোনা আক্রান্ত হওয়ার কারণে, বেশকিছুদিন কোয়ারেন্টিনে ছিলেন মহারাজের পরিবার। আর এবার নিজেই করোনা আক্রান্ত হলেন বাংলার দাদা। আর জানা গিয়েছে, বর্তমান সময়ে, মেয়ে সানার পড়াশুনার জন্য স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং মেয়ে সানা রয়েছেন সুদূর লণ্ডনে।

Smita Hari

সম্পর্কিত খবর