মমতার সাথে স্পেন সফরে যাওয়া নিয়ে শুনেছিলেন কটাক্ষ! এবার বিরোধীদের পাল্টা আক্রমণ সৌরভ গাঙ্গুলীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছুদিন আগে স্পেনের (Spain) মাটিতে দাঁড়িয়ে মেদিনীপুরের মাটিতে কারখানা তৈরির ঘোষণা করার পর সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly) নিয়ে জল্পনা কম হয়নি। পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) সফর সঙ্গী হিসেবে তিনি ইংল্যান্ড থেকে উড়ে স্পেনে গিয়েছিলেন। মাদ্রিদে, বার্সেলোনায় এবং আরও নানান জায়গায় শিল্পপতিদের ও স্প্যানিশ ফুটবল লিগের সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে তিনি উপস্থিত ছিলেন।

সৌরভ দীর্ঘদিন সাফল্যের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন। খেলা ছাড়ার কয়েক বছর পর তিনি প্রথমে বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং পরবর্তীকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ অলংকৃত করেছেন। জানা গিয়েছিল তার ফেসভ্যালু ব্যবহার করার কারণে মমতা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সফরে অংশ নেওয়ার জন্য।

mamata sourav

তবে সৌরভকে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে অতটা ঘনিষ্ঠ হতে দেখার পর বিরোধী রাজনৈতিক দলগুলি ও আক্রমণ শানিয়ে ছিল তাকে লক্ষ্য করে। রাজনৈতিক ব্যক্তিত্বরা ঘুরিয়ে তাকে ধান্দাবাজ বা স্বার্থান্বেষী বলে উল্লেখ করেছিলেন। এবার তাদের উদ্দেশ্যে পাল্টা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

বিরোধীদের তাকে নিয়ে করা রাজনৈতিক মন্তব্যগুলির জবাব দিতে গিয়ে সৌরভ বলেছেন, “যে ভঙ্গিতে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি চলছে, তা দেখে আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগছে। আমি এমপি, এমএলএ, বিধায়ক, কাউন্সিলর কেউ নই, তারপরেও আমার বিষয়ে রাজনীতি করা হয়।” নিজের বক্তব্যের মধ্যে দিয়ে মহারাজ বুঝিয়ে দিয়েছেন যে তিনি এই মন্তব্যগুলি নিয়ে সন্তুষ্ট নন।

আরও পড়ুন: ওর কোনও যোগ্যতাই নেই ODI খেলার! বিশ্বকাপের আগে এই তারকা সম্পর্কে BCCI-কে সতর্ক করলেন সেওবাগ

এরপর বাংলার রাজনীতিবিদদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সৌরভ। স্পেনে গিয়ে শিল্প সংক্রান্ত ঘোষণা করার পক্ষে নিজের যুক্তি সাজিয়ে তিনি বলেছেন যে স্পেনের মাটিতে যেহেতু এই সম্মেলনে আয়োজিত হয়েছিল তাই তিনি স্পেনের মাটিতে ওই ঘোষণা করেছেন। যদি সম্মেলনটা দিল্লির মাটিতে হতো তাহলে তিনি দিল্লিতেই ঘোষণা করতেন। যুব সম্প্রদায়ের জন্য বড় বিনিয়োগ আনাটা যে অত্যন্ত প্রয়োজনীয় সেটা তিনি মানেন বলে জানিয়েছেন। তার সঙ্গে এটাও বলতে ভোলেননি যে বাংলায় বলেই বিষয়টা নিয়ে এত জলঘোলা হচ্ছে। যদিও নিজের বক্তব্যে কোনও নির্দিষ্ট ব্যক্তিকে নিজের আক্রমণের নিশানা করেননি প্রাক্তন বিসিসিআই সভাপতি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর