BCCI অতীত, এবার সৌরভ গাঙ্গুলির জন্য দারুণ খবর! শুনে লাফাবেন মহারাজের ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রাক্তন বিসিসিআই (Board of Control for Cricket in India) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যখন নিজের পদ হারিয়েছিলেন তখন তিনি পরবর্তীতে কি করবেন এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এরপর একাধিক জায়গায় কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি ধারাভাষ্যের কাজে ব্যস্ত রয়েছেন এবং খুব শীঘ্রই তাকে ত্রিপুরার (Tripura) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে।

আইপিএলে সৌরভ: এইসবের মাঝে তিনি ফের একবার আইপিএলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। নিজে খেলোয়াড় হিসেবে ২০১২ সাল অবধি আইপিএলের অংশ ছিলেন। এরপর ২০১৯ সালে তিনি মেন্টরের দায়িত্ব পালন করেছিলেন একটি দলে। ২০২৩ সালে তিনি সেই দলেই অর্থাৎ দিল্লি ক্যাপিটালসে ডিরেক্টর অফ ক্রিকেট দায়িত্ব নিয়ে যুক্ত হন।

কিন্তু তিনি যুক্ত হওয়ার পর রিকি পন্টিংয়ের কোচিংয়ে থাকা দলটি একেবারেই খারাপ পারফরম্যান্স করেছে এই আইপিএলে। ১৪ টি ম্যাচের মধ্যে কেবলমাত্র ৫ টি ম্যাচে তারা জয় পেয়েছে। ফলে তারা পয়েন্টস টেবিলের তলানিতে শেষ করে সমর্থকদের হতাশ করেছে।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আসন্ন আইপিএলে রিকি পন্টিংকে সরিয়ে এবার সাফল্য আনার জন্য সৌরভকেই পুরোপুরি কোচিংয়ের দায়িত্ব দেওয়া হবে। এর আগে একজন কোচ হিসেবে কোনওদিনও বড় কোন দলের দায়িত্ব সামলান নেই সৌরভ। কিন্তু তার অভিজ্ঞতা এবং দলের ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ দিল্লির ভবিষ্যৎ বদলে দিতে পারে বলে বিশ্বাস করছেন ম্যানেজমেন্টের অনেকেই।

জানা গিয়েছে পন্টিং নিজেও এবার আর এই দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে ইচ্ছুক নন। যদি এই খবর সত্যি হয়ে থাকে তাহলে দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট এর জন্য এই সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হয়ে যাবে। কিন্তু এর আগে একজন অধিনায়ক হিসেবে আইপিএলের সৌরভ সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তার ওপর পুরোপুরি কোচিং এর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকা যায় কিনা, একটা শ্রেণীর সমর্থকরা সেই নিয়েও প্রশ্ন তুলছেন।

ponting dc sourav

দিল্লি ক্যাপিটালস দল এখনও একটিও আইপিএল শিরোপা জিততে পারেনি। দিল্লি ক্যাপিটালস দল ২০২০ সালে প্রথমবারের জন্য আইপিএলের ফাইনালে পৌঁছাতে সফল হয়েছিল। কিন্তু ফাইনাল তারা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের মুখোমুখি হয়। এর পরের বছর অৰ্থাৎ ২০২১ সালে, দলটি পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল কিন্তু ২০২২ সালে, দলটি ৫ নম্বরে নেমে যায় যার জন্য প্লে অফের যোগ্যতা অর্জন হয়নি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর