শেষ দাদাগিরি, আর দেখা যাবে না সৌরভকে! চলে এল গ্র্যান্ড ফিনালের দিন

বাংলা হান্ট ডেস্ক : জি বাংলার (Zee Bangla) বিখ্যাত রিয়ালিটি শো দাদাগিরি (Dadagiri) নাকি শেষ হয়ে যাচ্ছে। এমন খবর শুনে রিতিমত মুষড়ে পড়েছিল দাদাগিরি সহ দাদা সৌরভের (Sourabh Ganguly) ভক্তেরা। তবে পরবর্তী খবরে খানিকটা প্রান ফিরে পেয়েছেন তারা। শেষ হচ্ছে দাদাগিরি সিজন ১০, দাদাগিরি নয়। দাদা আবার ফিরবেন নতুন সিজন নিয়ে।

সেই খেলার দিনগুলো থেকেই দেশে, বিদেশে দাদার ভক্ত অগুনতি। দেশীয় এবং আন্তর্জাতিক স্তরের খেলা ছাড়ার পরেও তার সংখ্যা কমেনি তো বটেই বরং দাদাগিরি সো এর মাধ্যমে তা বেড়েছে ক্রমশ বহুগুণ। শুধু বাঙালি নয় অবাঙালি বহু মানুষ ও শুধুমাত্র সৌরভ গাঙ্গুলি ‘দাদা’ র জন্য এই শো এর দর্শক। বলতে গেলে জি বাংলার TRP রেটে এগিয়ে থাকা রিয়েলিটি শো এটিই।

যদিও মাঝে দাদাগিরির প্রথম দুটি সিজিনের পর তৃতীয় সিজন মিঠুন চক্রবর্তী সঞ্চালনা করেন। কিন্তু অভিনেতা হিসেবে অপরিহার্য হলেও দাদাগিরি-র মঞ্চে দাদাকে ছাড়া আর কাউকে ভাবতেই পারেনি কেউ।ফলে পরের সিজিনেই দাদার ভক্তদের চাহিদার কাছে হার মেনে চ্যানেল ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে বাংলার দাদাকে বাংলার এই মঞ্চে।

আরও পড়ুন: ‘ভারত সেমিফাইনালে উঠবেনা’, টি ২০ বিশ্বকাপের আগেই সেরা চারের নাম জানিয়ে দিলেন ভন

তবে ২০২৩ সালে পুজোর সময় শুরু হওয়া দাদাগিরি সিজন ১০ আপাতত শেষের মুখে। যেখানে সারা সিজন জুড়ে এসেছেন জীবনে,সমাজের বিরুদ্ধে,নিজের দূর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করে জিতে যাওয়া বহু মানুষ। খুব তাড়াতাড়ি জানা যাবে ফাইনালের ডেট। ফাইনালের অপেক্ষা তো আমরা, আপনারা মিলে করবই, এটা দেখতে যে সিজন ১০ এর মুকুট কার মাথায় ওঠে।

আরও পড়ুন:পর্ষদের সার্ভার ডাউন? মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে, নিমেষেই ডাউনলোড হবে মার্কশিট

sourav ganguly in dadagiri 1714155813

জি বাংলার তরফ থেকে একটি ট্রেলার শেয়ার করা হয়েছে ফাইনালের। যেখানে দেখা যাচ্ছে জোর কদমে প্রস্তুতিপর্ব চলছে গ্র্যান্ড ফিনালের জন্য। গান, নাচ-সহ আরও অনেক দূর্ধর্ষ পারফরমেন্সের মহড়া চলছে রীতিমত। অর্থাৎ পোক্তা তারিখ না জানা গেলেও, এটা কনফার্ম যে, খুব শীঘ্রই শেষ হতে চলেছে এই সিজন টি। এবং তার সাথে আবার অপেক্ষা শুরু দাদা কবে আবার ফিরে আসে নতুন সিজনে নতুন কিছু নিয়ে নতুন করে দাদাগিরি করতে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর