ম্যাডাম ডোনা নিয়ে যান পার্লারে, মা মাখিয়ে দেয় বেসন! ফাঁস হল সৌরভের ফিটনেস রহস্য

বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যেই জীবনের হাফ সেঞ্চুরি পার করে ফেলেছেন মহারাজা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। ৫০ পার করে ৫১ বছরে পা রেখেছেন প্রিন্স অফ ক্যালকাটা। তবে সেটা দেখে বোঝার উপায় আছে কি? তার স্লিম ফিট চেহারা দেখে কে বলবে যে তিনি এক কিশোরীর পিতা। তবে কিভাবে নিজের এই ফিটনেসকে ধরে রেখেছেন সৌরভ? প্রশ্ন জাগে অনেকের মনেই।

আর এইদিন তো দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে সোজাসুজিই সৌরভকে এই প্রশ্ন করে বসলেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের রুচিরা ওরফে সৌমি চক্রবর্তী। আসলে গত শনিবার যখন গোটা টিম দাদার মুখোমুখি হয় তখনই মহারাজার থেকে এইসব তথ্য খুঁটিয়ে বার করে নেন সৌমী। সৌরভ জানান, তার চকচকে ত্বকের পেছনের কৃতিত্ব নাকি তার স্ত্রী ডোনা এবং তার মায়ের।

সৌরভ বলেন, ‘সপ্তাহে একবার করে ম্যাডাম (স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়) বিউটি পার্লারে নিয়ে যায়। বিভিন্ন রকমের ফেস ওয়াশ দিয়ে মুখ ধোওয়া হয়। সকালে একটা ক্রিম। দুপুরবেলা দিবানিদ্রা নেই, বিউটি স্লিপ। বিকেল বেলা উঠে ফেসওয়াশ দিয়ে আবার মুখ ধুয়ে, আবার অন্য একটা ক্রিম…’। যদিও দাদার এই বক্তব্য মানতে নারাজ ছিলেন সৌমি। তিনি শুনেই বুঝে যান যে, দাদা সবটাই বানিয়ে বলছেন।

আরও পড়ুন : ‘চাই না ওর সিনেমা কেউ দেখুক’, শাহরুখের ব্যর্থতার প্রার্থনা গৌরীর! অশান্তির আঁচ খান পরিবারে

এইদিন সৌমি আরও বলেন, ‘এটা হতে পারে না…’ কিন্তু থামার পাত্র নন সৌরভও। তিনি আরও বলে চলেন, ‘মা মুখে বেসন লাগিয়ে দেন। মাঝে মাঝে দুধের সর। আর সেটে এলে মেকআপ তো আছেই।’ যদিও গোটা আলোচনার পর তিনি বলেন, এই সবটাই নাকি তার মজা ছিল। আসলে তিনি নিজের মুখে কিছুই মাখেননা। অন্যদিকে পর্ণার জেঠি জিজ্ঞেস করেন, বিরিয়ানি খেয়ে এত রোগা কীভাবে থাকেন সৌরভ?

আরও পড়ুন : ঐন্দ্রিলাকে বাঁচিয়ে রাখতে নয়া উদ্যোগ নিলেন মা শিখা শর্মা! কুর্ণিশ দেশবাসীর

93962032

আসলে দাদার ভক্তরা তো জানেনই যে, সৌরভের পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি খেয়ে আর যাই হোক ফিটনেস ধরে রাখা অসম্ভব ব্যাপার। আর সেই কারণেই এই প্রশ্ন করেন জেঠি‌। জবাবে বেশ দুঃখের স্বরে সৌরভ বলেন, ‘বিরিয়ানি আর খাই না তো! বছরে একবার, তাও ম্যাডেমের (ডোনা) জন্মদিনে। অভ্যেস হয়ে গেছে। ভাত, রুটি, পাউরুটি কিচ্ছু খাই না।’ প্রসঙ্গত উল্লেখ্য, গত ৬ অক্টোবর থেকে শুরু হয়েছে দাদাগিরির নতুন সিজন। আপাতত শুক্র-শনিবার সম্প্রচারিত হলেও পুজোর পর দেখা যাবে শনি এবং রবিবার।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর