বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রাক্তন সভাপতি, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) মহাতারকা বিরাট কোহলির (Virat Kohli) স্বতন্ত্র গুণাবলী সম্পর্কে বড় মন্তব্য করেছেন। ১৬ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ ৩১১টি ওডিআই এবং ১১৩টি টেস্ট ম্যাচ খেলে যথাক্রমে ১১,৩৬৩ এবং ৭,২১২ রান সংগ্রহ করেছিলেন। তাই তার মন্তব্য আজও ক্রিকেটপ্রেমীদের মনে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে।
সম্প্রতি একটি জনপ্রিয় রিয়েলিটি শো-তে সৌরভকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি সচিন, কোহলি এবং ধোনির কোন স্বতন্ত্র গুণের তিনি প্রশংসা করতে চাইবেন। এই প্রশ্নের জবাবে প্রাক্তন ভারত অধিনায়ক সচিনের মহানুভবতা, বিরাটের আক্রমণাত্মক মেজাজ এবং ধোনির ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার গুণাবলীর উল্লেখ করেছিলেন।
তার মধ্যেও কি এমন কোনও একটি অনন্য গুণ রয়েছে যা তাকে সচিন, বিরাট এবং ধোনির থেকে আলাদা করে? সৌরভের সামনে এই প্রশ্ন রাখা হলে, সৌরভ বলেন যে তিনি যেভাবে কঠিন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারতেন তা অন্য কেউ হয়তো তার মতো পারবে না। তার এই উত্তরটি দর্শকদের কাছ থেকে সাধুবাদ আদায় করেছিল।
আরও পড়ুন: ধোনির উপস্থিতিতেই এবার প্রাণ পাবে রাম মন্দির! অভিনব পরিকল্পনা মোদীর
এরপর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কোহলি এবং রোহিত শর্মার অন্তর্ভুক্তির পক্ষে কথা বলেছেন সৌরভ। তিনি অকপটে রোহিত শর্মার অধিনায়কত্বের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন। সেইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তিনি বিরাট কোহলিকেও অপরিহার্য ঘোষণা করেছেন।
আরও পড়ুন: রচিত হবে ইতিহাস, কোনও ভারতীয় যা করতে পারেননি, সেই কীর্তি আজ গড়বেন বিরাট কোহলি!
সৌরভ বলেছেন, “নিঃসন্দেহে রোহিত শর্মার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া উচিত। বিরাট কোহলিকেও দলে রাখতেই হবে। কোহলির দক্ষতা ব্যতিক্রমী, এবং ১৪ মাস পরে এই ফরম্যাটে নামলেও মানিয়ে নিতে ওর অসুবিধা হবে না।”