মেয়ের কৃতিত্বে গর্বিত বাবা, বড় চাকরিতে জয়েন করলেন সানা! সুখবর দিলেন খোদ সৌরভ

বাংলা হান্ট ডেস্ক : বাঙালির এক আবেগের নাম হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে মহারাজার জনপ্রিয়তা। তার ক্রিকেট জীবনকে নিয়ে মানুষের আগ্রহ তো আছেই পাশাপাশি মহারাজার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়। তার ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহ বিশাল। এই যেমন তার কন্যা সানার (Sana Ganguly) চাকরি নিয়েও মানুষের আগ্রহের কমতি নেই।

অনেকেই হয়ত জানেন যে, সানা পড়াশোনা করছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে (University College London) । মেয়ের কনভোকেশন অনুষ্ঠানে সৌরভ এবং ডোনা দুজনেই উপস্থিত ছিলেন। সূত্রের খবর, গ্র্যাজুয়েশন পাশ করতে না করতেই একটি বহুজাতিক সংস্থায় চাকরি পেয়েছেন সানা। এই কানাঘুষা চলছিল অনেকদিন ধরেই। আর এবার সেই বিষয়ে মুখ খুললেন খোদ সৌরভ গাঙ্গুলী‌। জানালেন মেয়ের কর্মজীবনের কথা।

মহারাজা বলেন, ‘সানা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় কাজ করেন। ওকে চাকরি করতে দেখে আমার একটু অবাকই লাগে। তবে এরপর ও মাস্টার্স করবে।’ পাশাপাশি তিনি আরও বলেন, সানা এখন এতটাই ব্যস্ত যে, চলতি বছর জন্মদিনের দিনও বাড়ি আসতে পারবেননা সানা। যে কারণে, সৌরভ নাকি আগে থেকেই গিফট পাঠিয়ে দিয়েছেন।

আরও পড়ুন : ‘ও একদম প্রো…’, দিদি নম্বর ওয়ানে রচনার সামনে রাজার পর্দা ফাঁস করল মধুবনী

প্রসঙ্গত উল্লেখ্য, ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’র খ্যাতির কথা তো সকলেই জানেন। বিশ্ব ইউনিভার্সিটি ব়্যাঙ্কিংয়ে সপ্তম স্থান অর্জন করেছে এই কলেজ। এই কলেজ থেকেই স্নাতক ডিগ্রি অর্জন করেছে সানা। উল্লেখ্য, সৌরভ কন্যা উচ্চমাধ্যমিক পাশ করেছেন কলকাতার লোরেটো হাউস স্কুল থেকে। আসলে পড়াশোনায় তিনি বরাবরই ভালো। এমনকি উচ্চমাধ্যমিকে ICSE বোর্ড থেকে ৯৮ শতাংশ মার্কস তুলেছিলেন।

আরও পড়ুন : ‘আজ যে রাজা কাল সে ফকির’! পুজোর আগে নিঃস্ব ‘বাদাম কাকু’, কেমন আছেন ভুবন বাদ্যকর?

1093682 untitled design 2022 09 22t174114.053

সম্প্রতি সানা তারা লিঙ্কডিন প্রোফাইলে নিজের যে বায়োডেটা দিয়েছেন সেখানেই দেখা যাচ্ছে যে তিনি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি এক্সপেরিয়েন্স জোগাড় করার জন্য বেশ কিছু জায়গায় কাজও করেছেন তিনি। জানা যাচ্ছে তিনি পড়াশোনা করার সময়ই অক্সফোর্ড সামার স্কুলের জন্য সিলেক্ট হয়েছিলেন। যেকারনে তিনি বেশকিছুদিন অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসেও ছিলেন সানা। পাশাপাশি ২০০৮ সালের আর্থিক সংকট এবং আর্থিক বাজার নিয়েও পড়াশোনা করেন। এমনকি এর উপর একটা পেপারও লিখেছিলেন সানা।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর