বাঁচতে চাইলে ওকে দলে নাও! বিশ্বকাপের আগে BCCI ও আগারকারকে বড় পরামর্শ সৌরভের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর বাকি দু মাসের একটু বেশি। তারপর এই ভারতের মাটিতে আরম্ভ হবে আসন্ন ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup)। ১২ বছর পর ফের একবার এই হাইভোল্টেজ টুর্নামেন্ট আয়োজন এর দায়িত্ব পেয়েছে বিসিসিআই (BCCI)। শেষবার যখন ভারতে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল তখন ভারতীয় দল (Indian Cricket Team) ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে কাপ ঘরে তুলেছিল। রোহিত শর্মা (Rohit Sharma) ও রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) তত্ত্বাবধানে থাকা ভারত সেই একই কীর্তি কি এবার করে দেখাতে পারবে?

এই প্রশ্নের উত্তর আপাতত ভবিষ্যতের গর্ভে। সকলে শুধুমাত্র এটুকুই জানে যে ভারতীয় ওডিআই দল এই মুহূর্তে চোট আঘাতের কারণে কিছুটা বিপর্যস্ত। ফলস্বরূপ অনেক এমন তারকাকে ভারতীয় দলে আগামী কয়েক মাসে সুযোগ দেওয়া হবে যারা হয়তো এমনিতে বিশ্বকাপের ভাবনায় ছিলেন না। তাদের মধ্য থেকে যারা নিজেদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে সকলকে প্রভাবিত করতে পারবে, তারা হয়তো অপ্রত্যাশিতভাবেই ভারতের বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে যেতে পারে। এক্ষেত্রে অজিত আগারকার এবং বাকি ভারতীয় দলের নির্বাচকদের কাজটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের জন্য সঠিক স্কোয়াড বাছাই করাটা খুবই প্রয়োজনীয় হতে চলেছে বলে অনেকে মনে করছেন।

এই মুহূর্তে ভারতীয় দলে প্রবেশ করার পর সবচেয়ে দুর্দান্ত দেখাচ্ছে তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে। যেহেতু পূজারাকে টেস্ট দল থেকে ছেটে ফেলা হয়েছে তাই এই ফরম্যাটে তার সুযোগ পেতে অসুবিধা হয়নি। আর সুযোগ পাওয়ার পরেই প্রথম ২ ইনিংসে অসাধারণ ব্যাটিং করেছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তবে ওডিআই দলে হয়তো এত সহজে সুযোগ পাবেন না যশস্বী।

sad sourav

তবে তাকে বেশ দরাজ সার্টিফিকেট দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারতীয় অধিনায়ক নিজে আন্তর্জাতিক টেস্ট অভিষেকে শতরান করেছিলেন। দুর্বল দলের বিরুদ্ধে হলেও যশস্বীও সেই একই কাজ করেছেন। সেই সঙ্গে তার ব্যাটিং টেকনিক দেখেও মুগ্ধ সৌরভ। তিনি মনে করেন বিশ্বকাপের দলে যশস্বীর নিশ্চিতভাবে জায়গা পাওয়া উচিত।

যদিও অনেকে দাবী করছেন বিসিসিআই অনেক আগে থেকেই স্পষ্ট করে দিয়েছেন যে আপাতত ভারতীয় দলের বিশ্বকাপের প্ল্যানে যশস্বী যুক্ত নন। সেই জন্যই তাকে বিশ্বকাপের ঠিক আগে আয়োজিত হওয়া এশিয়ান গেমসের দলে জায়গা দেওয়া হয়েছে। চীনে আয়োজিত হতে চলা ওই টুর্নামেন্টে সেই ক্রিকেটারদেরই পাঠানো হচ্ছে যারা বিশ্বকাপের ভারতীয় দলের অংশ নন। ফলে ভবিষ্যতে বড়সড়ও কোন ঘটনা না ঘটে হয়তো এই তরুণ ক্রিকেটারকে বিশ্বকাপের দলে দেখা যাবে না।

 

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর