স্ত্রীর সঙ্গে শপিং-এ গিয়ে লজ্জায় পড়লেন মহারাজ! দাদাগিরি’-র মঞ্চে সেই গল্পই শোনালেন সৌরভ গাঙ্গুলী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ক্রিকেট জগতের উজ্জ্বল নক্ষত্র তথা বাঙালীর গর্ব সৌরভ গাঙ্গুলীকেও (sourav ganguly) মাঝে মধ্যে লজ্জায় পড়তে হয়! শুনে অবাক হচ্ছেন? ‘দাদাগিরি’-র নবম সিজনের মঞ্চে এমনই এক গল্প শেয়ার করলেন ক্রিকেট মহারাজ। যেখানে স্ত্রীকে নিয়ে শপিং করতে গিয়ে তাঁকে পড়তে হয়েছিল এক অপ্রস্তুত পরিবেশে।

সম্প্রতি শুরু হয়েছে ‘দাদাগিরি’-র নবম সিজন, যার ট্যাগ লাইন ‘দাদাগিরি সিজেন নয়, হাত বাড়ালেই বন্ধু হয়’। প্রতি শনিবার এবং রবিবার জি বাংলার পর্দায় দেখা যায় প্রতিযোগীদের সঙ্গে দাদার দাদাগিরি। সেখানেই প্রতিযোগীদের সঙ্গে গল্প প্রসঙ্গে এক হাস্যকর অভিজ্ঞতা শেয়ার করলেন সৌরভ গাঙ্গুলী।

মহিলাদের শপিং নিয়ে আলাদা করে কিছুই বলার থাকে না। দোকানে একবার ঢুকলে, পছন্দ করতে করতেই এক বেলা গড়িয়ে যায়। তারপর আবার দেখা যায়, গোটা দোকানটাই দেখার পর অনেকের কিছুই পছন্দ হয়নি। আবার ঢু মারে অন্য দোকানে।

সেই তালিকা থেকে বাদ পড়েলন না মহারাজ পত্নী তথা বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলীও। দাদা জানলেন, ‘একদিন কলকাতার এক নামী দোকানে স্ত্রীকে নিয়ে শাড়ি কিনতে গিয়েছিলাম। সেখানে গিয়ে ৩০ মিনিট ধরে দেখার পরও, ম্যাডামের একটাও পছন্দ হয়নি’।

এরপর দাদা জানান, ‘কিছুক্ষণ পর আমার কানের কাছে এসে ম্যাডাম বলছেন, তাঁর একটা শাড়িও পছন্দ হয়নি। তখন আমি পাশে তাকিয়ে দেখি শাড়ির পাহাড় তৈরি হয়ে গেছে সেখানে। তখন আমি ভাবছি, এখন যদি না কিনে এখান থেকে চলে যাই, তাহলে আর কোনদিন এরা ঢুকতে দেবে না। তখন লজ্জায় পড়ে গিয়ে ওখান থেকেই দুটো শাড়ি তুলে নিয়ে দোকানিকে প্যাক করে দিতে বললাম। আর তারপর ম্যাডামকে বললাম তোমার ইচ্ছে হল রেখো, নাহলে যাকে ইচ্ছে দিয়ে দিও’।

সম্পর্কিত খবর

X