বিসিসিআই সভাপতি হওয়ার পর এবার ধোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসবেন সৌরভ গাঙ্গুলি।

সদ্য বিসিসিআই সভাপতি হয়েছেন সৌরভ গাঙ্গুলি। আর সভাপতি হওয়ার পরই বিসিসিআই এর বস সৌরভ গাঙ্গুলি এবার সরাসরি নির্বাচকদের সাথে কথা বলবেন ভারতীয় দলে ধোনির ভবিষ্যত নিয়ে।

নির্বাচিত হওয়ার পর আগামী 23 শে অক্টোবর সভাপতি হিসাবে নিজের দায়িত্বভার বুঝে নেবেন সৌরভ গাঙ্গুলি। আর তারপরের দিন অর্থাৎ 24 শে অক্টোবর ধোনির জাতীয় দলে ভবিষ্যত নিয়ে জাতীয় নির্বাচকদের সাথে আলোচনায় বসবেন সৌরভ গাঙ্গুলি। আর তারপরেই জাতীয় দলে ধোনির ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন সৌরভ গাঙ্গুলি।

4809682710bf18d2e3e1f93d148be1a1f284dd30

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত বনাম বাংলাদেশ সিরিজের জন্য এমএসকে প্রসাধের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আগামী 24 শে অক্টোবর টি-টোয়েন্টি দল নির্বাচন করবেন। আগামী 3 ই নভেম্বর থেকে ভারত বনাম বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। এই সিরিজে দুই দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে একে অপরের বিরুদ্ধে। তারপর দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে টেষ্ট সিরিজ।

বিশ্বকাপের পর থেকেই ধোনি জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। ক্যারিবিয়ান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে ধোনি কিছুদিনের জন্য সেনাবাহিনীতে ট্রেনিং করেন। তারপর ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজ থেকেও ধোনি নিজেকে সরিয়ে নেয়। তারপর থেকেই জাতীয় দল থেকে ধোনির অবসর নিয়ে তীব্র জল্পনা শুরু হয়ে যায়। আর এবার বিসিসিআই সভাপতি হওয়ার পর ধোনির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন সৌরভ গাঙ্গুলি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর