বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের গ্রুপ ১ বা গ্রুপ অফ ডেথ থেকে সেমিফাইনালিস্ট হিসেবে ইতিমধ্যেই তালিকায় নাম তুলে ফেলেছে ইংল্যান্ড। চার ম্যাচে লাগাতার জয়ের সাথে সাথেই সেমিফাইনালের জন্য প্রথম স্থান নিশ্চিত করে ফেলেছে তারা। মূলত দ্বিতীয় স্থানের জন্যই এখন চলছে লড়াই। এই লড়াইয়ে একদিকে যেমন রয়েছে দক্ষিণ আফ্রিকা তেমনি অন্যদিকে বড় দাবীদার হিসেবে রয়েছে অস্ট্রেলিয়াও। তাই নেট রানরেট ভালো রাখতে হলে আজকের ম্যাচ বড় ব্যবধানে জিতে নিতে হতো দক্ষিণ আফ্রিকাকে।
কার্যত যা দরকার ছিল ঠিক তাই করল বাভূমার দল। আবুধাবিতে এদিন সাউথ আফ্রিকার দুরন্ত আক্রমণে রীতিমতো ধ্বংস হয়ে গেল বাংলাদেশ। টসে জিতে এদিনও বাংলাদেশকেই প্রথম ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। নকিয়া, রাবাডা এবং শামসিদের দুরন্ত আক্রমণের সামনে আজ কার্যত দাঁড়াতেই পারেনি মাহমুদউল্লাহর দল। ১৮.২ ওভারে লজ্জাজনক ৮৪ রানেই এদিন অলআউট হয়ে যায় তারা। সাউথ আফ্রিকার হয়ে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন নকিয়া, তেমনি অন্যদিকে ২০ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন রাবাডাও। এছাড়া প্রিটোরিয়ার একটি এবং শামসি দুটি উইকেট পান।
মেহেদী হাসানের ২৭ এবং লিটন দাসের ২৪ রান ছাড়া বাংলাদেশের হয়ে আজ উল্লেখযোগ্য যোগদান রাখতে পারেননি আর কেউই। জবাবে ব্যাট করতে নেমে প্রথমে অবশ্য কিছুটা অসুবিধায় পড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকেও। মাত্র ৩৩ রানের মধ্যেই তাদের তিন মহারথীকে ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান। কিন্তু ফের একবার সাউথ আফ্রিকার রক্ষাকবজ হয়ে দাঁড়ান ভ্যান ডার ডুসান এবং অধিনায়ক বাভূমা। ২২ রানের মাথায় ভ্যান ডার ডুসান সঙ্গ ছাড়লেও বুধবার নিজের দায়িত্ব পালনে কোন ভুল করেননি বাভূমা। মাত্র ২৮ বলে এদিন ৩১ রান করে অপরাজিত থেকে যান তিনি। তিনটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো তারেই ইনিংসের সৌজন্যেই ৮.৪ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সাউথ আফ্রিকা।
https://twitter.com/OfficialCSA/status/1455520523035815942?t=d3-191xUv_jiE88ymI2zqg&s=19
এই জয়ের ফলে একদিকে যেমন তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো দক্ষিণ আফ্রিকা তেমনি নেট রানরেটের ক্ষেত্রেও অস্ট্রেলিয়ার জন্য অনেকটাই সমস্যা তৈরি করে দিলো তারা। এই মুহূর্তে তাদের নেট রান রেট +০.৭৪২ যেখানে অস্ট্রেলিয়ার নেট রানরেট এখন -০.৬২৭। এখন নিজেদের পরবর্তী ম্যাচের যদি কোনভাবে তারা হারিয়ে দেয় ইংল্যান্ডকে তাহলে অস্ট্রেলিয়ার সফর শেষ হয়ে যাবে গ্রুপ পর্ব থেকেই।