না বিরাট, না কোহলি! টিম ইন্ডিয়ার এই দুই প্লেয়ারের ভয়ে কাঁপছে সাউথ আফ্রিকার টিম

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল ২৬ শে ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। ভারতীয় দল এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় বিরুদ্ধে তাদের ঘরের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। কিন্তু এবার সেই কীর্তি গড়তে চান বিরাট কোহলি। এদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার ভারতীয় দল থেকে ২ জন খেলোয়াড়ের নাম করেছেন যারা কোহলির এই লক্ষ্যপূরণে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারেন।

দক্ষিণ আফ্রিকার তারকা ডিন এলগার বিশ্বাস করেন যে সাউথ আফ্রিকার পিচে ভারতীয় পেস বোলিং আক্রমণের সুবিধা হবে কারণ সম্প্রতি এই ক্ষেত্রে ভারত অনেক উন্নতি করেছে। যশপ্রীত বুমরা দক্ষিণ আফ্রিকান পরিস্থিতিতে ফাস্ট বোলারদের সহায়ক পিচের সুবিধা নিতে সক্ষম। ভারত ২০১৮ সালের পর প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলবে। সেই সফরে দুর্দান্ত পারফরম্যান্সের পরও ভারতীয় দলকে ১-২ ব্যবধানে হারের মুখে পড়তে হয়েছিল।

1613540584 bumrah 1

যদিও তখন দক্ষিণ আফ্রিকা দলে এবি ডিভিলিয়ার্স, ডেল স্টেইন, ফ‍্যাফ দু-প্লেসিস, হাশিম আমলা এবং ভার্নন ফিল্যান্ডারের মতো অভিজ্ঞ তারকারা ছিলেন। কিন্তু বর্তমান দলে সেই নামিদামি তারকাদের কেউ নেই। সেই সিরিজে বুমরার বিদেশের মাটিতে টেস্ট অভিষেক হয়েছিল এবং এখন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ পেস বোলার হয়ে উঠেছেন। ডিন এলগার তার সম্পর্কে বলতে গিয়ে বলেছেন- “বুমরা একজন বিশ্বমানের বোলার। যদি এমন একজন বোলার থাকে যে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের ভালোভাবে সুবিধা নিতে পারে, সে হবে বুমরা। তবে আমরা গোটা ভারতীয় দলকেই গুরুত্ব দিচ্ছি।

ashwin jpg 1720x1000

আরও একজন ভারতীয় সম্পর্কে আলাদা করে চিন্তিত এলগার। তিনি বাড়তি গুরুত্ব দিচ্ছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন-কে। যদিও দক্ষিণ আফ্রিকায় খুব বেশি সাফল্য পাননি অশ্বিন। তবে তিনি বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনারদের একজন। তাই তাকে আলাদা গুরুত্ব দিচ্ছেন এলগার। সেই সঙ্গে অনরিখ নোকিয়ার চোট একটি বড় ধাক্কা তাদের কাছে, সেটাও জানিয়ে রেখেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।


Reetabrata Deb

সম্পর্কিত খবর