জাঁকিয়ে শীতের আগাম বার্তা! কলকাতা ও দার্জিলিংয়ে ঠান্ডার সতর্কতা জারি, আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather temperatures are dropping in Kolkata and Darjeeling
Follow

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ধীরে ধীরে পারদ নামতে শুরু করেছে। কারণ পরপর তিনদিন ধরে ১৫ ডিগ্রির ঘরেই রয়েছে কলকাতার তাপমাত্রা। এর অন্যথা হয়নি মঙ্গলবারও। মঙ্গলবার ভোরের দিকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রী সেলসিয়াস। তবে এই আবহাওয়ার পারদ নামার ফলে, হাওয়া অফিস বলছে আপাতত বঙ্গোপসাগরের উপর কোন নিম্নচাপ নেই। যার কারণ বশত উত্তরের হাওয়ার অবাধ প্রবেশের পথেও কোনো বাধা নেই রাজ্যে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান সময় বঙ্গোপসাগরে কোথাও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই। যার কারণবশত এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। যার ফলে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শীতের প্রভাব ক্রমশ বাড়বে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে।  পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামতে পারে বলে ইঙ্গিত মিলছে।

South Bengal Weather temperatures are dropping in Kolkata and Darjeeling

আরও পড়ুন: স্বাস্থ্যকর ও সুস্বাদু ডিনার চাইলে ট্রাই করুন মাটনের হালকা স্যুপ, রইল রেসিপি

হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে, আগামী কয়েক দিন উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কুয়াশার দাপট থাকবে। কোথাও কোথাও এর দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। পাশাপাশি কুয়াশার সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতেও।

প্রসঙ্গত, মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নেমেছে। এছাড়াও উত্তরের হাওয়ায় দক্ষিণবঙ্গে বেড়েছে শীতের আমেজ। মঙ্গলবার ভোরে বর্ধমানের তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্ৰি সেলসিয়াস। বাঁকুড়ার তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও সকালের দিকে পশ্চিম বর্ধমানসহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশাও দেখা গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গে শীতের দাপট স্পষ্ট। সকালের দিকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিঙে মাঝারি থেকে ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে। এইসব জেলায় আবহাওয়া দফতর সর্তকতা জারি করেছে।