বাংলা হান্ট ডেস্কঃ ফের বৃষ্টির সম্ভবনা রাজ্যে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আবারও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাংলার ৬ টি জেলায়।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোন কোন জেলায় বৃষ্টি?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে শনিবার থেকে মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, রবিবারও এই ৩ জেলায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়েও শনিবার ও রবিবার বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এই ৩ পাহাড়ি জেলাতেও।
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। সোমবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৭ অক্টোবর, প্রতিটি কাজে সফল হবে এই চার রাশি
কলকাতার আবহাওয়া (Kolkata Weather Update)
শহর কলকাতায় আপাতত বৃষ্টিরসম্ভবনা নেই। তবে আকাশ মেঘলা থাকবে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কম থাকতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।