দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি! ১২ জেলায় জারি হলুদ সতর্কতা, জানুন আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather Update Today 9th October 2025

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ বাংলাদেশের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে ফের বাংলাজুড়ে সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা থাকবে বেশি বলে জানা গিয়েছে।

আজ দক্ষিনবঙ্গের আবহাওয়া | South Bengal Weather Update

আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ-সহ অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় আবহাওয়া দপ্তর হলুদ সতর্কবার্তা জারি করেছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস | North Bengal Weather

শুধু দক্ষিণবঙ্গ (South Bengal Weather) নয়, উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায়ও ১৫ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পাঁচ জেলাতেও জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে, বড় ধরনের বিপদের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম | Kolkata Weather Update

আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ এক-দু’পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে আজ কলকাতার আকাশ মেঘলা দ্ধ, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস।

South Bengal Weather Update Today 9th October 2025

আরও পড়ুনঃ আজকের রাশিফল ৯ অক্টোবর, প্রেমের জীবনে বড় চমক এই চার রাশির

প্রসঙ্গত, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টি চলবে আরও কয়েক দিন। আবহাওয়া দপ্তর নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে বজ্রবিদ্যুৎ চলাকালীন সময়ে খোলা জায়গায় অবস্থান না করার অনুরোধও জানানো হয়েছে।