আবার বাড়বে তাপমাত্রা? শীতের কামব্যাক নিয়ে আগাম পূর্বাভাস দিল হাওয়া অফিস

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমী ঝঞ্ঝা আর পূবালী হওয়ার দাপটে আবার উধাও শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নতুন সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবার বাড়বে তাপমাত্রা। যদিও আগামী বেশ কিছুদিন রাজ্যজুড়ে (South Bengal Weather) বজায় থাকবে শীতের আমেজ। বিশেষ করে সকাল সন্ধ্যায় বেশ ভালোই ঠান্ডা উপভোগ করছেন বাংলার মানুষ। যদিও বেলা বাড়ার সাথেই গরম জামা কাপড় গায়ে রাখা দায় হয়ে পড়ছে।

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আবহাওয়ার ভোলবদল নিয়ে বিরাট আপডেট

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দু’দিন এই তাপমাত্রার কোন হেরফের হবে না। কিন্তু বুধবার থেকে আবার ভোলবদল হতে  আবহাওয়ার। পূবালী হাওয়া এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে তাপমাত্রা অন্তত দুই ডিগ্রী বাড়তে পারে। তাই এই ভরা মাঘ মাসেও আপাতত আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর অসাম এবং রাজস্থানে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

উত্তর প্রদেশ থেকে রাজস্থান পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। সেখানেই তৈরি হচ্ছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। সামনেই ২২ জানুয়ারি রাজ্যে প্রবেশ করতে পারে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে তাপমাত্রা সামান্য হলেও বাড়বে। এছাড়া উত্তর ভারতে অবস্থান করছে একটি ‘জেড স্ট্রিম উইন্ড’। সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হওয়ার জোড়া প্রভাবে রাজ্যের (South Bengal Weather) আবহাওয়ায় আমূল পরিবর্তন আসতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে  অবাধ উত্তুরে হাওয়াও বিরাট বাধা পাচ্ছে। পূবালী হাওয়ার সাথেই রাজ্যে ঢুকতে পারে জলীয় বাষ্প।

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) সামান্য পারদ পতন হতেই একটু বেড়েছে শীতের আমেজ। তবে সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই তা একেবারে উধাও হয়ে যাচ্ছে। আগামী দু’দিন সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। তবে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতেই, অর্থাৎ পশ্চিম-বর্ধমান, বীরভূম,মুর্শিদাবাদে, কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা আসতেই শীতের বিদায় ঘন্টা! আগামীকাল কেমন থাকবে আবহাওয়া?

সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত আবহাওয়া শুষ্ক থাকায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে এই  কনকনে ঠান্ডার মধ্যেই  বৃষ্টিতে ভিজতে পারে পাহাড়। একইসাথে তুষারপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪শে জানুয়ারি শুক্রবার বৃষ্টি ও তুষারপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কুয়াশার দাপটে উত্তরবঙ্গে দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারের নীচে।

South Bengal Weather

আজ কলকাতার আবহাওয়া তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে। কলকাতায় আজ সকালেও সামান্য কুয়াশা ছিল। দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য নীচেই  রয়েছে। আগামী দু’দিন এই তাপমাত্রার পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই। জানা যাচ্ছে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। তবে বুধবার থেকেই আবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর