আমূল বদলে যাবে আবহাওয়া! ফের কামড় বসাবে ঝড়-বৃষ্টি? দক্ষিণবঙ্গ নিয়ে বিরাট আপডেট দিল IMD

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বঙ্গের দুয়ারে শীত। ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। উত্তর (North Bengal) থেকে দক্ষিণ (South Bengal), সব জেলাতেই কমেছে তাপমাত্রা। কুড়ি ডিগ্রির নিচে মহানগরীর তাপমাত্রা। তাহলে কী এবার জাঁকিয়ে পড়বে শীত? মন খারাপের খবর দিয়ে আবহাওয়া অফিস (Weather Office) জানাল আজই আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে ঘনাবে নিম্নচাপ। এর জেরেই আপাতত শীতের আগমনে কাঁটা পড়ার আশঙ্কা।

weather

সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত

আগামী তিনদিনে রাজ্যের তাপমাত্রা আরও কমতে চলেছে, এমনটাই জানিয়েছিল হাওয়া অফিস। তবে এবার অন্য আপডেট। ফের সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত। এর জেরে এবার বের কিছুটা তাপমাত্রা বাড়তে চলেছে, এমনটাই জানানো হচ্ছে।

আগামী কিছুদিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া? আবহাওয়া দপ্তরের (Weather Department) আপডেট কী বলছে? জানুন বিস্তারে।

বদলে যাবে আবহাওয়া

নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহের শুরুতেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। ওদিকে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। এমনটাই জানা যাচ্ছে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল হলেও পরে গতিপথ পরিবর্তন করে ঘূর্ণিঝড়ের রূপে নেয় কী না সেটাই দেখা হচ্ছে।

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা

আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে কিছুটা বাড়বে তাপমাত্রা। অর্থাৎ শীঘ্রই জোরসে কামড় বসাবে শীত, এটা এখনই হচ্ছে না। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে। বর্তমানে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১৫-২০ ডিগ্রির আশেপাশে রয়েছে।

কলকাতার তাপমাত্রা ১৮-২০ এর আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

rain weather5

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে কেন এত গুরুত্বপূর্ণ কালীঘাটের কাকুর কণ্ঠস্বর? কার নাম ফাঁস হবে? আসল ঘটনা…

উত্তরবঙ্গের আবহাওয়া

আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কোচবিহারে নভেম্বরের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা । তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে না।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X