বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিনেও উত্তেজনা বজায় রয়েছে একই রকম। চারিদিকে দেখা গেল মিশ্র আবেগের চিত্র। শেষ মুহূর্তে কোরিয়ার উইনিং গোলটি অ্যাসিস্ট করে অঝোরে কাঁদছেন হিউন মিং সন। অপর ম্যাচে ঘানার বিরুদ্ধে উরুগুয়ের জয়ে একটি অ্যাসিস্ট করে বেঞ্চে বসে কাঁদছেন লুইস সুয়ারেজ। পর্তুগালকে হারিয়ে ‘এইচ গ্রূপে’ দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলোর যোগ্যতা করলো কোরিয়া।
আজ ম্যাচের মাত্র পাঁচ মিনিটে দিয়াগো ডালোটের ক্রস থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দিয়েছিলেন রিকার্ডো হর্তা। কিন্তু সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয় পর্তুগালের ডিফেন্স। ২৭ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে রোনাল্ডোর পিঠে লেগে ইয়ং গুঙ্গ কিমের সামনে চলে আসলে দুরন্ত ভঙ্গিতে ফিনিশ করেন তিনি।
এরপর একাধিক পরিবর্তন ফুটবলার নামিয়ে খেলাটি যখন ড্র হিসেবেই শেষ করতে চাইছে পর্তুগাল তখন অতিরিক্ত সময়ের শেষ মিনিটে সনের পাস থেকে অসাধারণভাবে অফসাইডের ফাঁদ এড়িয়ে গোল করে কোরিয়াকে জিতিয়ে দেন হি চ্যান হোয়াং।
অপরদিকে উরুগুয়ের ম্যাচে ২১ মিনিটে পেনাল্টি মিস করেন ঘানার আন্দ্রে আইয়ু। এরপর জর্জিয়ান ডে আরাসক্যাটের জোড়া গলে প্রথমার্ধেই ২-০ ফলে এগিয়ে যায় উরুগুয়ে। এরপর আরও একাধিক গুলো সুযোগ পেয়েছিল তারা। দুবার পেনাল্টির আবেদনও নাকচ করেন রেফারি।
অপরদিকে পর্তুগাল এবং দক্ষিণ কোরিয়া ম্যাচ ড্র হওয়ার কারণে তারাই যোগ্যতা অর্জন করছেন এমনটা ভেবে নিশ্চিন্ত ছিলেন সুয়ারেজরা। কিন্তু শেষ দিকে যখন তারা খবর পান যে দক্ষিণ কোরিয়া শেষ মুহূর্তে ম্যাচ জিতে গিয়েছে, তখন মরিয়া চেষ্টা করেছিল লাতিন আমেরিকার দেশটি। কাভারের একটি পেনাল্টির আবেদন নাকচ করেন রেফারি। কিন্তু শেষপর্যন্ত দক্ষিণ কোরিয়ার সাথে সমান পয়েন্ট থাকলেও দক্ষিণ কোরিয়া টুর্নামেন্টের বেশি গোল করায় পর্তুগালের পরে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে তারা।