বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভেন্দু অধিকারীর স্বীকার করবে না বলে জানিয়ে দেন। বিমান বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে বলেন, ‘আমি শুভেন্দু অধিকারীর ইস্তফা পত্র দেখেছি, আর সেখানে তারিখ নিয়ে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, সেটাও দেখেছি।” নিয়ম মেনে এই ইস্তফা দেওয়া হয়নি বলেন জানান তিনি। স্পিকার বলেন, নিয়ম মেনে ইস্তফা না দেওয়ার জন্য আমি এই ইস্তফা স্বীকার করতে পারছি না। জানিয়ে দিই, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে আগামী ২১ ডিসেম্বর তলব করেছেন।
আরেকদিকে, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে শুভেন্দু অধিকারীর জন্য জেড ক্যাটাগরির নিরাপত্তা ঘোষণা করা হয়। শুভেন্দু অধিকারীকে নিয়ে অনেকদিন ধরেই রাজ্য রাজনীতি তোলপাড়। মন্ত্রীত্ব, বিধায়ক পদ এবং তৃণমূলের সদস্যতা সবই ছেড়েছেন তিনি। শোনা যাচ্ছে যে, আগামীকাল মেদিনীপুরে অমিত শাহের জনসভায় তৃণমূলের অনেক বিধায়ক আর নেতা নিয়ে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। আর এর ঠিক একদিন আগেই শুভেন্দু অধিকারীর সুরক্ষার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে Z-ক্যাটাগরির নিরাপত্তা ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।