সপরিবারে জঙ্গল সাফারি, সিনেমার টিকিট! সর্বাধিক ডিজিটাইজেশন করলেই আকর্ষণীয় উপহার BLO-দের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : এসআইআর আবহে কোনও না কোনও বিতর্ক লেগেই রয়েছে। একদিকে অভিযোগ উঠছে, বাড়ি বাড়ি না ঘুরে ক্যাম্প করে বসে এনুমারেশন ফর্ম দিচ্ছেন বা জমা নিচ্ছেন বিএলওরা (BLO)। আবার তাঁদের পালটা অভিযোগ, অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। এমনকি কিছু কিছু ক্ষেত্রে বিএলওদের মৃত্যুর খবরও এসেছে। এই পরিস্থিতিতেই এবার বিএলওদের জন্য এল বিরাট আপডেট। সর্বাধিক ফর্মের ডিজিটাইজেশন করতে পারলেই মিলবে দারুণ পুরস্কার!

বিএলওদের (BLO) জন্য দারুণ পুরস্কার ঘোষণা

উত্তরপ্রদেশের পিলিভিটে সম্প্রতি এমনই ঘোষণা করা হয়েছে বিএলওদের জন্য। প্রতিটি বিধানসভায় যে বিএলও সর্বাধিক ফর্মের ডিজিটাইজেশন করতে পারবেন তাঁদের জন্য থাকছে বিরাট পুরস্কার। জেলা প্রশাসনের এই ঘোষণায় শোরগোল পড়েছে স্থানীয় বিএলওদের মধ্যে। কঠিন পরিশ্রমের পর পুরস্কৃত হতে কে না খুশি হয়! কিন্তু কী পুরস্কার পাবেন বিএলওরা?

Special award for most digitization for BLO

কী পুরস্কার পাবেন বিএলওরা: জানা গিয়েছে, যে বিএলও (BLO) সর্বাধিক ফর্মের ডিজিটাইজেশন করতে পারবেন তাঁদের জন্য থাকছে পিলিভিট টাইগার রিজার্ভে জঙ্গল সাফারি, উত্তরপ্রদেশের গোয়া নামে জনপ্রিয় চুকা সমুদ্র সৈকতে সপরিবারে লাঞ্চ, পরিবারের সবার সঙ্গে সিনেমা দেখার সুযোগও।

আরও পড়ুন : ৫ ঘন্টার জন্য বন্ধ থাকবে টিকিট বুকিং সহ সমস্ত পরিষেবা, পর্যটন মরশুমে বড় ঘোষণা রেলের

মুখ খুললেন জেলাশাসক: এ বিষয়ে পিলিভিটের অতিরিক্ত জেলাশাসক বলেন, বিএলওদের উৎসাহ দিতেই এই উদ্যোগ। কারণ কাজটা যথেষ্ট বড়, লাগাতার ফর্মের ডিজিটাইজেশন করে চলেছেন তাঁরা। যিনি সর্বাধিক ফর্মের ডিজিটাইজেশন করতে পারবেন, এসআইআর এর প্রক্রিয়া শেষে জেলা প্রশাসন তাঁকে সম্মানিত করবে। বিএলওরা যাতে ভালো কাজ করে তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন : মানসিকভাবে বিপর্যস্ত, জিতু সেটে ফিরতেই বিরাট পদক্ষেপ ‘অপর্ণা’ দিতিপ্রিয়ার!

উত্তরপ্রদেশের বিএলওরাও এই উদ্যোগে উৎসাহিত। নিজেদের ১০০ শতাংশ দিয়ে তাঁরা কাজ করবেন বলে জানিয়েছেন অনেকে। পুরস্কৃত হলে তাঁদের পরিবারেরও ভালো লাগবে বলে মন্তব্য করেন অনেকে। এদিকে পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় কাজের চাপে অসুস্থতার অভিযোগ করেছেন বিএলওরা। এমনকি কাজের চাপে বিএলওদের মৃত্যুও হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এমন সময়েই উত্তরপ্রদেশে উঠে এল ভিন্ন ছবি।