মোদী সরকারের বিশেষ পরিকল্পনা, ডাকাতদের আড্ডাখানায় করা হবে জৈব কৃষিকাজ

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) নতুন নতুন চিন্তার উন্মেষ ঘটান। বিভিন্ন সময়ে নানারকম কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও, তিনি তাঁর লক্ষ্যে অবিচল থেকেছেন। আবারও তিনি একটি নতুন কাজ করতে উদ্যত হয়েছে মোদী সরকার। এই কাজে তাঁকে সহায়তা করবে বিশ্বব্যাংক।

করা হবে চাষের কাজ
একসময়কার ডাকাতদের আড্ডাখানা চাম্বল নদীর তীরের জমিকে এবার তিনি চাষের কাজে লাগাতে চাইছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন, ‘৩ লক্ষ হেক্টর জমি রয়েছে এখানে, যা চাষের কাজে লাগানো যেতে পারে’। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাথে এবিষয়ে আলোচনা করা হবে।

jomi

সহায়তা করবে বিশ্বব্যাংক
প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে, কৃষিকাজ ও পরিবেশের উন্নতি হবে। অনেক মানুষ কর্মসংস্থান পাবে। কৃষি বাজার, গুদাম এবং কোল্ড স্টোরেজের উন্নতি হবে। প্রথমে দিকে এই বিষয়ে একবার বিশ্বব্যাংক সহযোগিতার প্রস্তাব নাকচ করে দিলেও, বর্তমানে রাজী হয়েছে।

উপার্জিত হবে অর্থ
চাম্বল নদীর তীরে প্রচুর চাষযোগ্য জমি থাকলেও, সেখান এতদিন কোন চাষাবাদ করা হয়নি। তবে প্রধানমন্ত্রীর পরিকল্পনায় সেখানে চাষাবাদের ফলে প্রচুত অর্থও উপার্জিত হবে। চিন্তা ভাবনা করা হচ্ছে জৈব চাষের।

মতামত জানালেন বিশ্বব্যাংকের আধিকারিক
বিশ্বব্যাংকের আধিকারিক আদর্শ কুমার জানিয়েছেন, ‘বিশ্বব্যাংক মধ্যপ্রদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। প্রকল্পের সাথে যুক্ত জেলাগুলির বিনিয়োগ নিয়েও খতিয়ে দেখা হবে’। আবার বিশ্বব্যাংকের আধিকারিক আবেল লুফাফা বলেছেন, ‘আঞ্চলিক স্তরে জমি চাষের বিভিন্ন শর্ত মেনে কাজ করা হবে’।

Smita Hari

সম্পর্কিত খবর