বাংলা হান্ট ডেস্ক: আসন্ন কালীপুজোয় যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদা- ডানকুনি, শিয়ালদহ-বারাসাত, বনগাঁ-বারাসাত, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ- বারুইপুর শাখায় চলবে বিশেষ ট্রেন (Special Train)। এছাড়াও প্রতিটি স্টেশনে এই দাঁড়াবে এই ট্রেনগুলি। এর ফলে আশা করা হচ্ছে যাত্রীদের যাত্রা কিছুটা হলেও সুবিধাজনক হবে। এবার এক নজরে জেনে নিন ট্রেনের সময়সূচী।
শিয়ালদহে কালীপুজো স্পেশাল ট্রেন, সময়সূচি দেখে নিন (Special Train)
শিয়ালদা ও ডানকুনি স্পেশাল ট্রেন: ট্রেনটি ছাড়বে সাড়ে ১১ টা নাগাদ। যেটা ডানকুনি গিয়ে পৌঁছবে রাত ১২ টা ১৫ মিনিটে। আর ডানকুনি থেকে ট্রেনটি ছাড়বে রাত ১২ টা ২৫ মিনিটে। যেটা শিয়ালদায় পৌঁছবে ১টা ১৫ মিনিটে (Special Train)।
আরও পড়ুন: উৎসবের মিষ্টি স্বাদ ঘরেই! দীপাবলিতে অতিথিদের খাওয়ান নিজের হাতে তৈরি গুলাব জামুন
শিয়ালদহ- বারাসাত স্পেশাল ট্রেন: সোমবার রাত ১২টা ১০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে। যেটি বারাসতে পৌঁছবে রাত ১২টা ৫৫ মিনিটে। আবার বারাসত থেকে ট্রেনটি ছাড়বে রাত ১টা ১০ মিনিটে। শিয়ালদহে পৌঁছবে রাত ১টা ৫৫ মিনিটে।
বনগাঁ-বারাসত স্পেশাল ট্রেন: সোমবার রাত সাড়ে ১২টায় বনগাঁ থেকে ছাড়বে। বারাসতে পৌঁছনোর কথা রাত ১:৩০ । বারাসাত থেকে আবার ট্রেনটি রাত ২টোয় ছাড়বে। যেটি বনগাঁ পৌঁছবে রাত ৩টে ৮ মিনিটে।
শিয়ালদহ-রানাঘাট স্পেশাল ট্রেন: সোমবার রাত ১২টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ট্রেনটি। রানাঘাটে পৌঁছবে রাত ২:৩০ মিনিটে। আবার রানাঘাট থেকে ট্রেনটি রাত ১১: ৪৫ মিনিটে ছাড়বে। যেটি শিয়ালদহ পৌঁছবে ১: ৪০ মিনিটে।
শিয়ালদহ-বারুইপুর ট্রেন: সোমবার রাত ১২:৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ট্রেন। যেটি রাত ১:১৫ মিনিটে বারুইপুর পৌঁছবে। আবার বারুইপুর থেকে আবার ট্রেনটি রাত ১: ২৫ মিনিটে ছাড়বে। সেটি শিয়ালদহে পৌঁছবে রাত ২: ১০ মিনিটে।
তবে, রাজ্য সরকারের আর্জি অনুযায়ী নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দাঁড়াবে না। তার পরিবর্তে ট্রেন দাঁড়াবে ৫ অথবা ৬ নং স্টেশনে (Special Train)।