বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচনে বহু চর্চিত কেন্দ্রগুলির মধ্যে একটি হল বসিরহাট (Basirhat)। সন্দেশখালি ইস্যুর পর এই কেন্দ্র রাজ্য-রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বসিরহাট থেকেই বিজেপির বাজি সন্দেশখালির প্রতিবাদী মুখ গৃহবধূ রেখা পাত্র। ওদিকে তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানকে টাটা করে এবার বসিরহাট থেকে তৃণমূল টিকিটে প্রার্থী হয়েছেন হেভিওয়েট হাজি নুরুল ইসলাম (TMC Candidate Haji Nurul Islam)। তবে এবার ভোটের মুখেই সেই প্রার্থী বদলের জল্পনা জোড়ালো হচ্ছে।
লোকসভা ভোটের আর মাত্র সাতদিন বাকি। এই আবহে কান পাতলেই শোনা যাচ্ছে বসিহাটের প্রার্থী বদলে দিতে পারে তৃণমূল! দিন দিন এই জল্পনাই জোড়ালো হচ্ছে। তবে এই সময়ের এসে কেন হাজি নুরুলকে বদলানোর চিন্তা চলছে? সেই নিয়ে উঠছে হাজারো প্রশ্ন।
সূত্র মারফত জানা যাচ্ছে, সম্প্রতি বেজায় অসুস্থ হয়ে পড়েন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। তারপর থেকেই শোনা যাচ্ছে, বিধায়কের অসুস্থতা আরও বাড়লে প্রার্থী বদল করতে পারে শাসক শিবির। যদিও এখনও এই বিষয়ে কিছু জানায়নি তৃণমূল। সূত্রের খবর, কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন হাজি নুরুল। তবে বর্তমানে তিনি একদম ফিট রয়েছেন।
নেতার অনুগামীদের দাবি, এখন সুস্থই রয়েছেন হাজি নুরুল। ইদের দিন ফেসবুকে ভিডিও পোস্ট করে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। ভোট প্রচারও চালাচ্ছেন। তবে হঠাৎ শারীরিক অসুস্থতা বাড়লে ভোটের আগ মুহূর্তেই প্রার্থী বদল করতে পারে তৃণমূল।
আরও পড়ুন: দেবের দিন শেষ? চমক দেখাতে পারেন সায়নী! নিশীথ নিয়ে বাড়ছে চিন্তা, প্রকাশ্যে ভোট সমীক্ষার ফলাফল
জানা গিয়েছে, কিছুদিন আগে জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন হাজি নুরুল। পরে নেতার ফুসফুসেও সংক্রমণ ধরা পড়ে। এতটাই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যে আইসিইউ-তে রেখে চিকিৎসা হয় তৃণমূল প্রার্থীর। তবে বেশ কিছুদিন আগেই তিনি ছাড়া পেয়েছেন। বর্তমানে জোর কদমে চালাচ্ছেন প্রচার। সন্দেশখালি ইস্যু মাথায় থেকে বহু অঙ্ক কষে হাজি নুরুলকে প্রার্থী করেছিল তৃণমূল। এবার সত্যিই যদি তাকে বদল করা হয় তাহলে কাকে প্রার্থী করা হতে পারে সেই নিয়েও জল্পনার শেষ নেই।