বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক ছাড়া দুদিনও থাকতে পারেন না শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। কোনো না কোনো কারণে তিনি উঠে আসেন লাইমলাইটে। সে নিজের সিনেমার কারণেই হোক বা ব্যক্তিগত জীবনের কোনো ঘটনাবলী নিয়ে হোক, সংবাদ শিরোনামে তিনি থাকবেনই। কিছুদিন আগে পর্যন্তও শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনে নতুন প্রেমের আনাগোনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। তবে এবার বিষয়টা অন্য। লোকের টাকা মারার অভিযোগে সমস্যায় জড়িয়েছেন টলি অভিনেত্রী।
দু বছর আগে তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে ছাড়াছাড়ির পরপরই দ্য ফিটনেস এম্পায়ার নামে নিজস্ব একটি জিম খুলেছিলেন শ্রাবন্তী। মধ্যমগ্রামের একটি শপিং মলে খোলা হয়েছিল এই জিম। হাজার হাজার টাকা দিয়ে মানুষ ভর্তি হয়েছিল সেখানে। কিন্তু টাকা তুলে এখন জিমে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
চলতি বছরের শুরুর দিকে শ্রাবন্তীর এই জিমের তরফে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, বছরে ১৮ হাজার টাকার পরিবর্তে একবারে সাড়ে সাত হাজার টাকা দিলে জিমে ভর্তি নেওয়া হবে।কিন্তু ভর্তি হয়ে যাওয়ার পর তাদের বলা হয়, ফের চার হাজার টাকা দিয়ে ব্যক্তিগত জিম ট্রেনার নিতে হবে।
কিন্তু এত টাকা দিয়ে ভর্তি হওয়ার পরেও বেশিদিন জিমে যেতেই পারেননি উপভোক্তারা। দোল, হোলি নানান অজুহাতে বন্ধ করে রাখা হয়েছে জিম। এখনো পর্যন্ত দরজায় তালা ঝুলছে বলে অভিযোগ। এরপরেই বাধ্য হয়ে জিম মালিকের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় অভিযোগ করেন উপভোক্তারা।
লিখিত অভিযোগপত্রে দাবি করা হয়েছে, গোটা বছরের জন্য টাকা জমা দিয়ে প্যাকেজ কিনেছেন তারা। এদিকে জিয় খোলাই হচ্ছে না। টাকা ফেরত চেয়ে এবং সমস্ত প্রমাণ জমা দিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। বিষয়টা নিয়ে মুখ খুলেছেন শ্রাবন্তীও।
সংবাদ মাধ্যমের কাছ তাঁর সাফাই, যারা নাম নথিভুক্ত করেছেন তারা নিশ্চয়ই টাকা ফেরত পাবেন। সবকিছুর একটা সময় থাকে। কোনো কারণেই নিশ্চয়ই জিম বন্ধ করা হয়েছে। তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকায় ওদিকে নজর দিতে পারছেন না। তবে টাকা ফেরত পেয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন শ্রাবন্তী।