বাংলাহান্ট ডেস্ক: বাইরের জগতের সঙ্গে পরিচয়টা খুব তাড়াতাড়িই হয়ে গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)। শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রাখার পর নায়িকা হয়ে টলিউডে নিজের ভাগ্য অন্বেষণে আসেন তিনি। নায়িকা হিসেবে ডেবিউ করার পরপরই ব্যক্তিগত জীবনে বড় সিদ্ধান্তটা নিয়ে নেন শ্রাবন্তী।
মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পরের বছরই তাঁর কোল জুড়ে আসে অভিমন্যু ওরফে ঝিনুক। ব্যক্তিগত জীবনে যতবারই সঙ্গী পরিবর্তন করুন না কেন শ্রাবন্তী, অভিমন্যু সবসময় মায়ের পাশেই থেকেছেন। শ্রাবন্তীকেকে নিয়ে নেতিবাচকতাকে বিশেষ পাত্তা দেননি ঝিনুক।
খুব কম বয়সে মা হয়েছেন অভিনেত্রী। ছোট থেকেই মাকে গ্ল্যামার জগতের প্রথম সারির হিরোইন হিসেবে দেখে আসছেন অভিমন্যু। কাজ সামলেই ছেলেকে মানুষ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ঝিনুককে যে তিনি অনেক সময় দিতে পারেন এমনটা নয়। তবে একসঙ্গে থাকার সুযোগ হলে অবশ্যই থাকেন, একসঙ্গে ঘুরতেও যান।
ছেলের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারে বলতে গিয়ে শ্রাবন্তী বলেন, তাঁদের জীবনটা অন্য রকম। ছেলের সঙ্গে তাঁর বয়সের ব্যবধান অনেক কম। তাই নিজেদের সম্পর্কটাকে ভাই বোনের সম্পর্কের তকমা দেন অভিনেত্রী। ছেলে ঝিনুকের সঙ্গে তিনি বন্ধুর মতোই মেশেন।
প্রসঙ্গত এর আগে শ্রাবন্তী জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ট্রোল সমালোচনাকে পাত্তা না দেওয়ার কথা বলেন তাঁকে ঝিনুক। মায়ের একাধিক ব্যর্থ বিয়েও যথেষ্ট স্বাভাবিক চোখেই দেখেন তিনি। এমনকি ছেলের প্রেমিকা দামিনীর সঙ্গেও বেশ ভাল সম্পর্ক শ্রাবন্তীর।