রোশনের সঙ্গে ডিভোর্সের মামলার মাঝেই ছয় নম্বর প্রেম! বড় দাঁও মারলেন শ্রাবন্তী

বাংলাহান্ট ডেস্ক: আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তৃতীয় স্বামী রোশন সিংয়ের (Roshan Singh) সঙ্গে। কিন্তু শ্রাবন্তী (Srabanti Chatterjee) রয়েছেন শ্রাবন্তীর মতোই। আইনি জটিলতা ছুঁতে পারেনি তাঁর মনকে। এর মাঝেই তিনি আবারো প্রেমে পড়েছেন বলে খবর। তাঁর নতুন মনের মানুষটি একজন ফিল্ম পরিচালক।

তিন তিনটি ব্যর্থ বিয়ের পর নিজের আবাসনেরই বাসিন্দা ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শ্রাবন্তী। না, তিনি নিজে অভিরূপকে শুধুই ভাল বন্ধু বললেও কানাঘুঁষোয় শোনা যেত অনেক কথাই। বেশ জমে উঠেছিল শ্রাবন্তী অভিরূপের প্রেম। হঠাৎই ছন্দপতন। প্রেম ভাঙল দুজনের।

srabanti chatterjee hollywood

শোনা যাচ্ছিল, অভিরূপের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও বেশ ভালোই বন্ধুত্ব রয়েছে তাঁদের মধ্যে। অন্যদিকে অভিরূপকে ভুলে নিজের জিম ট্রেনারের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কে জড়ানোর খবর ছড়িয়ে পড়ে। তবে হাতে গরম খবর বলছে আবারো বসন্ত হাজির অভিনেত্রীর জীবনে। ইন্ডাস্ট্রিরই এক সদস্যের সঙ্গে নাকি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন তিনি।

গুঞ্জন বলছে, জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের সঙ্গে হঠাৎ করেই ঘনিষ্ঠতা বেড়েছে শ্রাবন্তীর। ওই পরিচালকেরই আগামী ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী। প্যান ইন্ডিয়া ধাঁচে তৈরি হতে চলেছে বাংলা ছবিটি। ইদানিং ওই পরিচালকের সঙ্গেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে একসঙ্গে গিয়েছিলেন দুজনে। ছবিও উঠেছে খচাখচ। সঙ্গে আরো হাওয়া লেগেছে গুঞ্জনের পালে। শ্রাবন্তী অবশ্য বরাবরের মতোই চুপ।

srabanti

অন্যদিকে রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা গড়িয়েছে আদালতে। সেখানেও মুখ পুড়েছে শ্রাবন্তীর। আদালতের তরফে অভিনেত্রীর করা খোরপোষের মামলা স্থগিত রেখে তাঁর বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দেওয়ার মামলাটি জারি রাখা হয়েছে। উপরন্তু শ্রাবন্তীর বিরুদ্ধে ‘রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস’এ মামলা দায়ের করেছেন রোশন।

যদি স্বামী বা স্ত্রী কোনো সঙ্গত কারণ ছাড়াই বাড়ি ছেড়ে বা দাম্পত্য সম্পর্ক ছেড়ে চলে যান তাহলে অপরজন এই মামলা করতে পারেন। রোশনের অভিযোগ, শ্রাবন্তী নাকি কোনো সঙ্গত কারণ ছাড়াই তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। এক্ষেত্রে রোশন যদি মামলায় জয়ী হন তাহলে আদালতের নির্দেশে আবারো প্রাক্তন স্বামীর কাছেই ফিরতে বাধ্য থাকবেন শ্রাবন্তী।

Niranjana Nag

সম্পর্কিত খবর