আইনি ঝামেলার মাঝেই কলকাতা ছাড়লেন শ্রাবন্তী, ‘স্বামী’র সঙ্গে চললেন কাশ্মীর

বাংলাহান্ট ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে তো প্রায়দিনই সংবাদ শিরোনামে উঠে আসেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। এবার আইনি ঝামেলাতেও জড়িয়ে পড়েছেন তিনি। গলায় শিকল পরানো এক বেজির ছানার সঙ্গে ছবি তুলেই বিপাকে জড়িয়েছেন অভিনেত্রী। বন্যপ্রাণ সুরক্ষা আইনে অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। এর মাঝেই কলকাতাকে বিদায় জানিয়ে ভূস্বর্গের উদ্দেশে বেরিয়ে পড়লেন তিনি।

শ্রাবন্তী আগেই জানিয়ে দিয়েছিলেন, আইনি ব্যাপার স্যাপার নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। সেসব দেখার জন্য তাঁর আইনজীবী রয়েছেন। তাই চিন্তা পেছনে ফেলে শ্রাবন্তী এখন কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। তবে তিনি একা নন, সঙ্গ দেওয়ার মতো মানুষকেও নিয়ে গিয়েছেন তিনি।

Srabanti Chatterjee 1280x720 1

সঙ্গীটি হলেন শ্রাবন্তীর অনস্ক্রিন স্বামী, ওম সাহানি।এতদিনে সকলেই জেনে গিয়েছেন, ওম শ্রাবন্তী জুটি বেঁধেছেন একটি নতুন থ্রিলার ছবির জন্য। জানা যাচ্ছে, ছবির বেশি শুটিংটাই শেষ। কাশ্মীরে যাওয়াও কাজের জন্যই। শুধু ছবির কলাকুশলীরাই নন, সঙ্গে ওমের অফস্ক্রিন স্ত্রী মিমি দত্তও গিয়েছেন।

সোমবার দিল্লি হয়ে শ্রীনগর পৌঁছেছেন সকলে। ইতিমধ্যেই কাশ্মীরের টুকটাক ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করেছেন শ্রাবন্তী। বেইজ রঙা ডিজাইনার সোয়েটশার্ট, চোখে সানগ্লাস এঁটে রোদের তাপ উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি গাড়ির মধ্যে থেকে রাস্তার ধারের পাহাড়ি সৌন্দর্যও ক্যামেরাবন্দি করেছেন তিনি।

https://www.instagram.com/p/CagYgtBBiyI/?utm_medium=copy_link

প্রসঙ্গত, একটি হরর থ্রিলার ছবিতে দেখা যাবে ওম শ্রাবন্তীকে। ছবির নাম ‘ভয় পেয়ো না’। এর আগে একই ছবিতে অভিনয় করলেও দুজনের জুটি বাঁধা এই প্রথম। ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম অনন‍্যা এবং ওম অভিনয় করবেন চিকিৎসক আকাশের চরিত্রে। তাঁরা স্বামী স্ত্রী। কিন্তু শাশুড়ির সঙ্গে একেবারেই বনিবনা নেই তমসার, বরং সম্পর্ক খুবই খারাপ বলা চলে। শেষে ভয় দেখিয়ে শ্বশুরবাড়ি থেকে তমসাকে তাড়ানোর চেষ্টাও করা হয়। এই ঘটনা থেকেই শুরু আরো এক রহস‍্যের।

https://www.instagram.com/p/Cagj93MJgu8/?utm_medium=copy_link

এই প্রথম জুটি বাঁধছেন ওম শ্রাবন্তী। ছবিটি নিয়ে উত্তেজিত রয়েছেন দুজনেই। বিশেষ তেমন কিছু না জানালেও অভিনেত্রী বলেন, ছবির শেষে একটা বড়সড় চমক রয়েছে। চরিত্রটিকে আপাত সাধারন মনে হলেও ওই চমকটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তিনি নিজেও প্রথম বার গল্পটি শুনে চমকে গিয়েছিলেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর