জীতু কামালের সঙ্গে প্রেমের গুঞ্জন! অবশেষে মুখ খুলে সত্যিটা জানিয়েই দিলেন শ্রাবন্তী

বাংলাহান্ট ডেস্ক : শ্রাবন্তী চট্টোপাধ্যায়, টলি করার জনপ্রিয় অভিনেত্রী। টলিউডের সব থেকে বিতর্কিত অভিনেত্রী বললেও হয়তো ভুল বলা হবে না। পরপর তিনবার বিয়ে সম্পর্ক ভেঙ্গে যাওয়া সবকিছু নিয়ে চর্চায় থাকেন তিনি। তবে লোকের কথায় খুব একটা পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। তিনি জীবনটা নিজের মতো করেই উপভোগ করেন।

দেবী চৌধুরানী সিনেমা নিয়ে বর্তমানে ভীষণ ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী। তার মাঝে চলছে ফটোশুট। অনেক ছোটবেলা থেকেই সিনে ইন্ডাস্ট্রিতে রয়েছেন শ্রাবন্তী। বর্তমানে কোনও বদল চোখে পড়ছে?  ‘চ্যাম্পিয়ন’ ছবিতে প্রথম নায়িকা হিসেবে দেখা যায় তাঁকে। তারপর পাঁচ বছর পর্দায় দেখা মেলেনি অভিনেত্রীর।

আরোও পড়ুন : আসছে বড়সড় বদল! ১ অক্টোবর থেকেই পাল্টাবে লোনের নিয়ম, নির্দেশিকা জারি রিজার্ভ ব্যাঙ্কের

আগে রিলস ছিল না। এখন যুগ পাল্টেছে। আগে মানুষ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে জানত কম। এখন তাঁদের বিষয়ে সবাই বেশি জেনে যাচ্ছে, বলছেন শ্রাবন্তী। আগে দেশ বিদেশে শুটিং করতে যেতে হতো, এখন সেটা খুব কম বলে আক্ষেপ রয়েছে তাঁর মনে। ইন্ডাস্ট্রির প্রতি এদিন ক্ষোভ প্রকাশ করলেন শ্রাবন্তী। 

আরোও পড়ুন : লাখ-লাখ মাধ্যমিক পরীক্ষার্থীকে নম্বর দেওয়া নিয়ে এবার প্রকাশ্যে এল নির্দেশ! নয়া সিদ্ধান্তের পথে পর্ষদ

তাঁর কথায়, “এত বছর পরে এখন আমাকে অন্য ধরনের চরিত্রে ভাবা হচ্ছে। আরও অন্য ধরনের চরিত্রে কাজ করতে চাইছিলাম আমি। আমার পরিচালকদের উদ্দেশে বলব, আমাকে একটু এক্সপ্লোর করুন।” তাঁর কথায়, “সকলের সঙ্গে আমার মোটামুটি ভালই সম্পর্ক। তবে যে ‘সুসম্পর্ক’-এর কথা বলা হচ্ছে, আমি সেই পন্থা নিইনি কখনও। বাকিদের ব্যাপারে জানি না। যাঁরা করেন, সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়।”

Srabanti jeetu

ছবির জন্য পরিচালকের সঙ্গে ‘সুসম্পর্ক’ রাখতে হয়, সেটা স্বীকার করলেন শ্রাবন্তী। অভিনেতা জীতু কমলের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি বলেন,”আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি নামটা শুনে। আরও অনেকের নাম জুড়ে দেওয়া হয় আমার সঙ্গে। লোকে অনেক কিছুই ভাবে। আমি তো জানি সত্যিটা কী! প্রেম, ভালবাসা, সবই অভিনয়কে ঘিরে। আমি এখন সিঙ্গল।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর