‘বাংলা চায় বিজেপি মডেল’, নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়ের (srabanti chatterjee) গলায় ফের নরেন্দ্র মোদী (narendra modi) স্তুতি। বিজেপিতে (bjp) যোগ দিয়ে মোদীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। বাংলায় মোদী সরকার  আসলেই কৃষি, শিল্পের বিকাশ হবে। বিজেপি মডেলই দরকার বাংলায়। এমনি বক্তব‍্য সদ‍্য গেরুয়া দলে যোগ দেওয়া শ্রাবন্তীর।

সম্প্রতি বিজেপি তথা নরেন্দ্র মোদীর প্রশংসা করে একটি টুইট করেছেন শ্রাবন্তী। টুইটে তিনি লিখেছেন, ‘বাংলায় আসবে মোদী সরকার গড়ে উঠবে কারখানা, বিকাশ হবে কৃষির, মানুষ পাবে সুরক্ষা। বাংলায় আসবে পরিবর্তন।’ সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লিখেছেন, ‘#BanglaChaayeBJPModel’।

Srabanti Chatterjee 1280x720 1
কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে নেতা মন্ত্রীদের বিজেপিতে যোগদান নিয়ে সবুজ শিবিরকে কটাক্ষ করেন শ্রাবন্তী। তৃণমূলকে কটাক্ষ করেন শ্রাবন্তী। তিনি লেখেন, ‘পিসি ভাইপো রাজনীতির জন‍্যই নেতা, কর্মী, মন্ত্রীরা তৃণমূল ছাড়তে বাধ‍্য হচ্ছে। এই দুজন সবসময় নিজেদের ক্ষমতার অপব‍্যবহার করে এসেছে।’ এভাবেই তীক্ষ্ণ কটাক্ষ বাণ হানেন তিনি মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ও অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের উদ্দেশে।

https://twitter.com/srabantismile/status/1370949943834284032?s=19

মোদীর ব্রিগেড সভার দিন সংবাদ মাধ‍্যমের ক‍্যামেরার মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, প্রথম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হবে তাঁর। উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারেননি। সকালেও উঠে পড়েছেন তাড়াতাড়ি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করবেন তিনি। তাঁকে বাংলায় আমন্ত্রণ জানাবেন বলে মন্তব‍্য করেন শ্রাবন্তী।

বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়েও মন্তব‍্য করেন শ্রাবন্তী। তবে তাঁর বক্তব‍্য, দল যা সিদ্ধান্ত নেবে সেটাই করবেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় ব‍্যক্তিগত আক্রমণ নিয়ে শ্রাবন্তী বলেন, তাঁর সংসারে কি ঘটছে না ঘটছে তা তো তিনি ছাড়া আর কেউ জানে না। সকলের ব‍্যক্তিগত জীবন থাকে। তবে তাঁকে প্রচুর মানুষ ভালবেসে এসেছে। তাই এসব কিছুতে খুব একটা পাত্তা দেন না তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি শহরের এক পাঁচতারা হোটেলে বিজেপির সাংবাদিক বৈঠকে দলের রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে গেরুয়া দলে যোগ দেন শ্রাবন্তী। হাতে তুলে নেন বিজেপির দলীয় পতাকা।

Niranjana Nag

সম্পর্কিত খবর