ফুলের মতো ফুটে উঠছে, সুজয়প্রসাদকে ব্রা পরার পরামর্শ দিলেন শ্রীলেখা

বাংলাহান্ট ডেস্ক: নেটমাধ্যমে সবসময়ই ট্রেন্ডিংয়ে থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তাঁর স্পষ্টবাদী স্বভাবের জন্যই বারবার চর্চার কেন্দ্রে চলে আসেন তিনি। তাঁর আপাত সাধারণ কোনো পোস্ট নিয়েও হয় জলঘোলা। কখনো তিনি পালটা জবাব দেন, কখনো আবার নীরব দর্শকের মতো দেখেন সবটা। আপাতত অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের (Sujoyprosad Chatterjee) পোস্টে শ্রীলেখার একটি মন্তব্য নিয়েই চলছে চর্চা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সুজয়প্রসাদ। ধুতির উপরে অফ হোয়াইট শার্ট পরে পোজ দিয়েছেন তিনি। গানের লাইন ধার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার সকল কর্মে লাগে’। তবে নজর কেড়ে নিয়েছে কমেন্ট বক্সে শ্রীলেখার একটি মন্তব্য।

sujoy prasad chatterjee

তিনি লিখেছেন, ‘চল ব্রা শপিং করাই তোকে’। উত্তরে সুজয়প্রসাদ লিখেছেন, ‘মোটেও না। বেশ কেমন ফুলের মতো ফুটে উঠছে’। জনৈক নেটনাগরিক আপত্তি প্রকাশ করেছেন, শ্রীলেখার প্রত্যেক কথা সমর্থন করলেও এই মন্তব্যটা মানা যাচ্ছে না। পালটা সুজয়প্রসাদ অবশ্য অভিনেত্রীরই পক্ষ নিয়েছেন। শ্রীলেখা তাঁর বন্ধু, রসিকতা করেছেন। এটা নিয়ে চিন্তা না করারই আর্জি জানিয়েছেন সুজয়প্রসাদ।

sujoyprosad

তবে শ্রীলেখা কোনো উচ্চবাচ্য করেননি। এ ধরণের কটাক্ষ এক রকম গা সওয়া হয়ে গিয়েছে তাঁর। নেট মাধ্যমে নেতিবাচকতা থেকে দূরে থাকার জন্য বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি ফেসবুক থেকে। বিতর্কের সূত্রপাত হয় ‘বিনোদিনী, এক নটীর উপাখ্যান’ ছবিতে রুক্মিনী মৈত্রর লুকে মন্তব্য করা নিয়ে।

বিনোদিনী ওরফে রুক্মিনী মৈত্রর লুক দেখে শ্রীলেখার মনে প্রশ্ন জেগেছিল, বিনোদিনী কি রোগা ছিলেন? না রুক্মিনী বা নটী বিনোদিনী ছবি নিয়ে সরাসরি কোনো মন্তব্যই করেননি তিনি। কিন্তু তবুও বিতর্ককে এড়াতে পারেননি শ্রীলেখা।

তারপরেই ছবির সঙ্গে যুক্ত অরিত্র দাস কটাক্ষ করেছিলেন, শ্রীলেখার জেনারেল নলেজের ক্লাস নেওয়া উচিত। পালটা সুমন ঘোষের ছবিতে নিজের নটী বিনোদিনী রূপের ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর তারপরেই নেতিবাচকতা এড়াতে ফেসবুক থেকে বিরতি নেন শ্রীলেখা। সম্প্রতি আবারো সোশ্যাল মিডিয়ায় কামব্যাক করেছেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর