শ্রীলেখার ব্লাউজ পরা নিয়ে কু-মন্তব্য বাম সমর্থকের, দলের উপরেই চটলেন নায়িকা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ পোশাক বিভ্রাটে আবার সংবাদ শিরোনামে উঠে এলেন বাম সমর্থক তথা অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে সেখানকার বহু ছবি স্যোশাল মিডিয়ায় তুলে ধরেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আর তাতেই ঘটল বিপত্তি।

‘বামেরা সর্বদা সঠিক’, এমন মন্তব্য ফিরিয়ে নিতে বাধ্য হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বললেন, ‘আমি এতিদিন ধরে শুধু ভুল ভাবতাম। বিশ্বাস ভাঙল আমার’।

ভেনিস থেকে শ্রীলেখার শেয়ার করা ছবি নেটদুনিয়ায় আবার পোস্ট করেন এক বাম সমর্থক। সঙ্গে কিছু বক্তব্যও লেখেন তিনি। যা দেখে কিছুটা মর্মাহত হন এই বাম সমর্থিত অভিনেত্রী। সেই বাম সমর্থক স্যোশাল মিডিয়ায় লেখেন, ‘এই ছবিটি আজকের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের। আমাদের বাংলার ছায়াছবি সেখানে সুযোগ পেয়েছে তার জন্য আমি অবশ্যই গর্বিত। তবে এই ছবিতে সকলকে একটা বিষয় লক্ষ্য করতে বলব। বেশিরভাগ বিদেশি শরীরের অধিকাংশ ঢাকা ভদ্র পোশাক পরেছেন। আর একজন শাড়ি পরলেও ব্লাউজের বেশিরভাগই উন্মুক্ত। শাড়ি পরলেই যে ভদ্র পোশাক পরা হয় তা কখনওই নয়। বরঞ্চ এই ছবিতে যা দেখা যাচ্ছে বিদেশিরা অনেক ভদ্র পোশাক পরেছেন। শেষে বলব, এই ছবিটি আমার প্রোফাইলে পোস্ট করার জন্য দুঃখিত ও লজ্জিত। এই মহিলার আরও অনেক ছবি ফেসবুকে দেখা যায়, সেই ছবি তো পোস্ট করতেই পারব না’।

https://www.facebook.com/sreelekha.mitra.7/posts/10221675140092563

একজন বাম সমর্থকের থেকে এমন কমপ্লিমেন্ট পেয়ে কিছুটা মর্মাহত হন শ্রীলেখা। তিনি সেই পোস্টটি নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করে লেখেন, ‘সিপিএম, মুগ্ধতা বাড়ছে আমার দলের প্রতি। এরা নাকি লিবারাল? মানুষের কাজের থেকে এবার তাঁর পোশাক নিয়ে…তথাকথিত শিক্ষিত মহিলার থেকে! কেয়া বাত। বামেরা সবসময় সঠিক, এই মন্তব্য আমি ফিরিয়ে নিচ্ছি। বিশ্বাস ভেঙে গেল আমার’।

প্রসঙ্গত, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ দেখানো হয়েছিল। আর সেই কারণেই সেখানে নিমন্ত্রিত ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

X