নববর্ষে নীল জলপরী রূপ শ্রীলেখার, বিনা মেকআপেই শেয়ার করলেন ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা নববর্ষের প্রথম দিনটা নিজের ইচ্ছামতো কাটালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সারা বছর জুড়ে শুটিংয়ের ব‍্যস্ততা থাকে তাঁর। এর মাঝেই একটা দিন নিজের জন‍্য পেয়ে আপ্লুত শ্রীলেখা। সুইমিং সুট পরেই পুলের জলে নেমে পড়েছেন তিনি।

নীল সাঁতারের পোশাক পরে সুইমিং পুলের জলে ডুব দিয়েছেন শ্রীলেখা। তরতাজা হয়ে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। দেখে বোঝাই যাচ্ছে মেকআপ ছাড়াই ছবিগুলি তুলেছেন শ্রীলেখা। কিন্তু তা সত্ত্বেও অভিনেত্রীর রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা। কেউ তাঁকে মৎস‍্যকন‍্যার সঙ্গে তুলনা করেছেন, আবার কারোর দাবি পুলের জলের উষ্ণতা আরো বেড়ে গেল।

সম্প্রতি বেঙ্গালুরুতে বাংলা চলচ্চিত্র উৎসবে (Kolaj Bangalore Bengali Film Festival) কোলাজে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। তাঁর পরিচালিত শর্ট ফিল্ম ‘এবং ছাদ’ সেরা ছবি ও পরিচালকের সম্মান পেয়েছে। পুরস্কার নেওয়ার পর এক ফাঁকে রিল ভিডিও বানিয়ে নিয়েছেন শ্রীলেখা। রমতা যোগী গানে নাচতে দেখা গিয়েছে তাঁকে।

চলচ্চিত্র উৎসব থেকে আরো বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন শ্রীলেখা। অভিনেত্রী মুনমুন সেন এবং অভিনেতা রুদ্রনীল ঘোষের হাত থেকে পুরস্কার নিয়েছেন তিনি। শ্রীলেখা জানিয়েছেন, এই ছবির সঙ্গে তাঁর অনেকগুলি প্রথম জড়িয়ে রয়েছে। এই ছবিতেই তিনি প্রথম পরিচালনা এবং প্রযোজনা করেছেন।

এই ছবিতেই শ্রীলেখার ছোটপিসি প্রথম অভিনয় করেছেন। কিন্তু এত আনন্দের মাঝেও একটু মন খারাপ অভিনেত্রীর। মেয়ের এত সাফল‍্য যে দেখে যেতে পারলেন না বাবা! তিনিই তো সবথেকে বেশি খুশি হতেন। শ্রীলেখার আক্ষেপ, ‘আবা আর কিছুদিন থাকতে পারলে না?’

বেঙ্গালুরু থেকে ফিরেই পরদিন আবার মুম্বই উড়ে গিয়েছেন শ্রীলেখা। ফ্লাইটের মধ‍্যে থেকে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, খুবই ক্লান্ত, ঘুমটাও ঠিকমতো হয়নি। তবুও কাজের মধ‍্যে থাকতে পেরে খুশি শ্রীলেখা।

X