একই অঙ্গে দুই রূপ, ইন্দিরা না মমতা কার মতো সেজে হাজির হলেন শ্রীলেখা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একেবারে ইন্দিরা গান্ধী (indira gandhi)। সেই একই রকম টিকালো নাক, মাথার সামনের দিকে কয়েকটা পাকা চুল। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর সাজে ধরা দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। সপ্তাহের শেষে শ্রীলেখার এমন চমকে বাস্তবিকই হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

‘ন‍্যায়- জাজমেন্ট ডে’ নামে একটি হিন্দি ছবির জন‍্য এমন লুক শ্রীলেখার। পরিচালক সুশান্ত রায়ের এই ছবিতে অভিনয় করছেন তিনি। শনিবার সকাল সকাল সোশ‍্যাল মিডিয়ায় নিজের লুক শেয়ার করে অনুরাগীদের চমকে দিলেন শ্রীলেখা। ট্রেলারের পাশাপাশি নিজের একটি ছবিও শেয়ার করেছেন তিনি। দুই পোস্টেই এখন কমেন্টের বন‍্যা। কেউ বলছেন হুবহু ইন্দিরা গান্ধীর লুক তো কারোর মতে নীল সাদা শাড়ি পড়ে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের (mamata banerjee) মতো লাগছে শ্রীলেখাকে।


সংবাদ মাধ‍্যমের শ্রীলেখার বক্তব‍্য, দুজনের লুকের সঙ্গে মিল কিছুটা রয়েছে ঠিকই তবে এই চরিত্র কোনো নির্দিষ্ট ঘটনা বা চরিত্রের কথা বলবে না। দর্শকরা দেখে ঠিক করবেন যে ইন্দিরা গান্ধী নাকি অন‍্য কেউ। তবে অভিনেত্রীর স্পষ্ট কথা, এই ছবি ইন্দিরা গান্ধীকে নিয়ে নয়। শুধু লুকের কিছুটা মিল রয়েছে। তবে সাম্প্রতিক কিছুটা ঘটনাবলী থাকছে ছবিতে। তিনি আরো জানান পরিচালক সুশান্ত রায়ের সঙ্গে তাঁর রাজনৈতিক আদর্শের মিল রয়েছে। অনেকটা সে কারণেই ছবিটি করতে রাজি হয়ে যান শ্রীলেখা।

https://vimeo.com/573057595?ref=fb-share

ছবিতে শ্রীলেখার লুকটি বাস্তবিকই নজরকাড়া। সাম্প্রতিক বেশ কিছু ছবির মতো এখানেও প্রস্থেটিকের সাহায‍্য নিয়ে বানানো হয়েছে টিকালো নাক, যা মজা করে অভিনেত্রী বলেন ‘নাক উঁচু’। শ্রীলেখা ছাড়াও ছবিতে রয়েছে শাহিদুর রহমান, অখিলেন্দু মিশ্র, রাজীব গৌর সিং, পায়েল রায়, রবিন দাস।

সম্পর্কিত খবর

X