মুখ্যমন্ত্রীকে অকথ্য ভাষায় আক্রমণ! প্রতিবাদ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন শ্রীলেখা

বাংলা হান্ট ডেস্ক : বরাবরই টলিউডের (Tollywod) স্পষ্টবাদী অভিনেত্রী হিসাবেই পরিচিত শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। আরজিকরের (RG Kar) মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনাতেও রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়েছিলেন অভিনেত্রী। তাঁর প্রতিবাদের একাধিক ভিডিও ভাইরাল হয়েছিল। তবে এবার প্রতিবাদী এই অভিনেত্রীই পেরোলেন শালীনতার সীমা।

মুখ্যমন্ত্রীকে অকথ্য ভাষায় আক্রমণ শ্রীলেখার (Sreelekha Mitra)

রাজ্যের একজন প্রগতিশীল মহিলা হয়ে অপর একজন মহিলা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে অত্যন্ত কুরুচিকর একটি পোস্ট করে এবার বিতর্কে জড়ালেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি শ্রীলেখার (Sreelekha Mitra) একটি মিম ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

সেখানে তাকে মদ্যপান করতে দেখা যায়। যদিও ছবিটিকে ‘ফেক’ বলে দাবি করে শ্রীলেখা (Sreelekha Mitra)  জানিয়েছিলেন ওই ছবিটি দু’বছর আগে তাঁর জন্মদিনের সময় তোলা হয়েছিল। যা এডিট করে হ্যাপি বার্থডে পোস্ট টাই মুছে দেওয়া হয়েছে। তাই নিন্দুকদের পাল্টা ট্রোল করে শ্রীলেখা লিখেছিলেন, ‘৩০ আগস্ট আবার আমার জন্মদিন আসছে তখন না হয়, এটা করতে ভাই। আর একটা কথা আমি নিজের পয়সায় দামি ওয়াইন খাই। তোমাদের চুরির টাকায় নয়।’

আরও পড়ুন : পলিগ্রাফেই খুলবে সন্দীপের মুখোশ! কীভাবে কাজ করে এই মেশিন? জানালেন প্রাক্তন গোয়েন্দা

এখানেই শেষ নয়। এরপর না থেমেই  ওই পোস্টের পাল্টা জবাব দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে অত্যন্ত কুরুচিকর এক মন্তব্য করে বসেন শ্রীলেখা। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর একসাথে মদ্যপান করার একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী।

সেখানে মহুয়া এবং শশী থারুরকে আক্রমণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করে বসেন। তারপরেই শ্রীলেখার বিরুদ্ধে আঙুল উঠছে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করে এমন মন্তব্য করতে পারেন? শ্রীলেখার এই আচরণ সম্পর্কে রাজ্যের অন্যান্য বাম নেতাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিল টিভি নাইন বাংলা। কিন্তু কেউই প্রতিক্রিয়া দিতে রাজি হননি।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর