তিলোত্তমার বিচার চাওয়া ছেলেটাই নোংরা কটাক্ষ করছে নুসরতের স্তন নিয়ে, ফুঁসে উঠল শ্রীলেখা

বাংলা হান্ট ডেস্ক : নুসরতকে নিয়ে নোংরা ট্রোলিং-এর বিরুদ্ধে এবার সরব অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নিন্দুকদের সমালোচনার মুখে পড়া সেলিব্রিটিদের কাছে নতুন নয় একেবারেই। তবে সকলেই যে ট্রোলারদের সমালোচনার পাল্টা জবাব দেন তা কিন্তু নয়। অনেকেই নিন্দুকদের এই সমস্ত মন্তব্যের পাত্তা না দিয়ে এড়িয়ে যান। মাঝে মধ্যেই নিন্দুকদের এমন ট্রোলিংয়ের মুখে পড়েন টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)।

নুসরতকে নিয়ে ট্রোলিং-এর জবাবে মুখ খুললেন শ্রীলেখা (Sreelekha Mitra)

সম্প্রতি ভ্যাকেশন মুডে রয়েছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই হট লুকে নিজের ছবি শেয়ার করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সম্প্রতি তেমনি পাওডার ব্লু ড্রেসে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করে নিয়েছিলেন নায়িকা। আর সেই ছবি দেখেই শুরু হয় বেলাগাম আক্রমণ। নোংরা- কুরুচিকর ভাষায় চলে দেদার ট্রোলিং।

এদিন অভিনেত্রীর স্তন নিয়ে করা হয় একাধিক  অশ্লীল মন্তব্য। এখানেই শেষ নয়, একাধিক পেজ কিংবা পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও নোংরা ভাষায় ক্যাপশন দিয়ে করা হয় ট্রোলিং। সৌরভ মন্ডল নামে এমনই এক ব্যক্তি নুসরতের এই ছবি শেয়ার করে নিয়ে ক্যাপশনে লিখেছিলেন,‘নর্দমাতে পলিথিন পড়ে থাকলে, তাতে জল ঢুকে থাকলে, যেভাবে কেলিয়ে যায়, ঠিক তেমন লাগছে’।

এই পোস্টটি নজরে আসতেই সহ অভিনেত্রীকে নিয়ে চলতে থাকা এই নোংরা ট্রোলিং-এর বিরুদ্ধে সরব হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তিনি ওই সৌরভ মন্ডলের পোস্টের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়া শেয়ার করে নিয়েছেন। এদিন শ্রীলেখা (Sreelekha Mitra) ওই সৌরভ মন্ডলের প্রোফাইল দেখে আরও একটি ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে এই যুবক কিছুদিন আগে আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের বিচারেও সরব হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন :  অপেক্ষার অবসান! দীর্ঘ ৪ বছর পর বাংলা সিরিয়ালে ফিরছেন ‘বকুল কথা’র নায়িকা উষসী

সৌরভ মন্ডল এর প্রোফাইল থেকে এই  দুটি পোস্টার স্ক্রিনশট শেয়ার করে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে ক্যাপশনের শ্রীলেখা লিখেছেন, ‘চিনে নিন সম্ভাব্য ট্রোলারদের। নুসরত হোক বা পাড়ার সোনামণি, কারও ব্যাপারে এরকম মন্তব্য করা থেকে বিরত থাকুন।’

এছাড়াও সাইবার ক্রাইমের আইন আরও কড়া করার দাবি জানিয়ে এদিন শ্রীলেখা আরও লিখেছেন, ‘এই সমস্ত মানুষের মন্তব্যকে আনুন জনসম্মুখে, যতক্ষণ না এরা ক্ষমা চাইছে। সাহস বাড়াবেন না এদের। সাইবার ক্রাইমের আইন আরও কড়া হওয়া দরকার। এমন নয় নুসরত আমার কাছের মানুষ। বরং অনেককিছু মিলিয়ে আমার থেকে অনেক দূরুত্ব ওর, তবে এর আগেও নিয়েছি, এখনও এই ধরনের আশালীন আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবই।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর