কাঞ্চনকে জড়িয়ে ধরে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শ্রীময়ী, নেটিজেনদের প্রশ্ন, ‘বিয়েটা কবে?’

বাংলাহান্ট ডেস্ক: গত বছর এই সময় নাগাদই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। না, আলাদা আলাদা ভাবে নন, একসঙ্গে। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত তাঁদের। খবর ছড়িয়েছিল, শ্রীময়ীর সঙ্গে ‘বিশেষ’ সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন। দুজনের বিরুদ্ধে পুলিসের দ্বারস্থও হয়েছিলেন কাঞ্চন জায়া পিঙ্কি।

এখন অবশ‍্য সেসব বিতর্কই অস্তগত। পর্দার ভিলেন মাঝে বাস্তব জীবনে ভিলেন হয়ে উঠলেও এখন আবার আগের ফর্মে শ্রীময়ী। তবে কাঞ্চনকে ভোলেননি তিনি। নিয়ম করে অভিনেতা বিধায়কের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠান শ্রীময়ী। এবারেও তার ব‍্যতিক্রম হল না।

IMG 20220506 191441
লাল সাদা শাড়ি, স্লিভলেস লাল ব্লাউজ, কপালে লাল টিপ, খোলা চুলে সেজেছেন পর্দার ‘রাধারাণী’। পাশে রঙমিলান্তি সাজে কাঞ্চন। সাদা পাঞ্জাবি আর লাল ধুতিতে উজ্জ্বল বিধায়ক। ক‍্যাপশনে শ্রীময়ী লিখেছেন, ‘জন্মদিন শুভ হোক। আগামী দিনগুলো সুখে ও শান্তিতে কাটুক।’

https://www.instagram.com/p/CdNQpXPtolY/?igshid=YmMyMTA2M2Y=

নেটিজেনরা খোঁচা মারার লোভ সামলাতে পারেনি ছবিগুলি দেখে। কেউ লিখেছেন, ‘বর বৌকে বেশ ভাল মানিয়েছে।’ আবার কেউ কামনা করেছেন, দাদা বোনের সম্পর্ক এমনি থাকুক। আবার একজনের প্রশ্ন, বিয়েটা কবে করছেন কাঞ্চন শ্রীময়ী?

IMG 20220506 191906IMG 20220506 191930
এর আগে দূর্গাপুজোর সময়েও কাঞ্চনের সঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন শ্রীময়ী। নবমী নিশিতে ট্র‍্যাডিশনাল সাজে পাশাপাশি দাঁড়িয়ে লেন্সবন্দি হন শ্রীময়ী ও কাঞ্চন। রঙ মিলিয়ে পোশাক পরতে দেখা গিয়েছিল দুজনকে। ঘিয়ে ও লাল কালোর মিশেলে ডিজাইনার শাড়ি, স্লিভলেস ব্লাউজে সেজেছিলেন অভিনেত্রী।

পাশে ঘিয়ে পাঞ্জাবি ও সাদা পাজামায় দেখা গেল বিধায়ক অভিনেতা কাঞ্চনকে। ক‍্যাপশনে শ্রীময়ী লিখেছিলেন, ‘শারদীয়া শুভেচ্ছা। হাজারো বাধা সত্ত্বেও সুন্দর মুহূর্তগুলোকে বন্দি করে স্মৃতি বানানো বন্ধ করিনি আমরা। তাই প্রত‍্যেক বছরের মতো ছবি তোলা জরুরি।’

প্রসঙ্গত, গত বছর জুন মাস নাগাদ কাঞ্চনের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ এনেছিলেন স্ত্রী পিঙ্কি। প্রায় এক মাস ধরে চলেছিল সেই বিতর্ক। মাঝে কিছুদিন একসঙ্গে ক‍্যামেরাবন্দি হওয়া বন্ধ করলেও উত্তেজনা থামতেই ফের একসঙ্গে দেখা যেতে শুরু করেছে কাঞ্চন শ্রীময়ীকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর