নতুন করে প্রেমে পড়বেন রোহিত সেনকে দেখে! ‘শ্রীময়ী’ চরিত্রদের ছোটবেলার ছবি ভাইরাল নেটপাড়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তের জনপ্রিয় বাংলা সিরিয়ালের তালিকায় অন‍্যতম নাম ‘শ্রীময়ী’‌ (sreemoyee)। স্টার জলসার এই সিরিয়াল নিয়ে কম উন্মাদনা প্রত‍্যক্ষ করেনি নেটমহল। একটা সময় সোশ‍্যাল মিডিয়া খুললেই চোখে পড়ত শ্রীময়ী নিয়ে একের পর এক মিম। সিরিয়ালটির আকাশ ছোঁয়া জনপ্রিয়তাই যে এর অন‍্যতম কারণ ছিল তা বলা বাহুল‍্য।

এখন টিআরপি কিছুটা কমলেও জনপ্রিয়তায় খুব একটা ভাঁটা পড়েনি। সদ‍্য দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছে শ্রীময়ী। অতীতের ক্রাশ রোহিত সেনের সঙ্গেই শেষমেষ আবারো বিয়ে করেছে শ্রীময়ী। তা নিয়ে একপ্রস্থ ট্রোল, সমালোচনাও হয়েছে বটে। বেশ কিছুদিন সংবাদ শিরোনামে ঘোরাফেরা করেছে শ্রীময়ী।


এবার ফের লাইমলাইট কেড়ে নিয়ে শ্রীময়ী সিরিয়ালের চরিত্রগুলি। না, একটু ভুল হল। এবারে চর্চায় শ্রীময়ী সিরিয়ালের চরিত্রগুলির ছোটবেলার ছবি। ভাবছেন এ আর এমন কী! তারকাদের শৈশবের ছবি তো সোশ‍্যাল মিডিয়ায় অস্বাভাবিক কোনো ব‍্যাপার নয়। অনেক অভিনেতা অভিনেত্রীই নিজের ছোটবেলার ছবি অনুরাগীদের জন‍্য শেয়ার করেন নেটমাধ‍্যমে।


তবে যে ছবিগুলি ভাইরাল হয়েছে সেগুলি আদতেই অভিনেতা অভিনেত্রীদের ছোটবেলার ছবি নয়। একটু ভাল করে দেখলেই বোঝা যাবে সেগুলি আসলে এডিটের কারসাজি। শ্রীময়ী, জুন আন্টি, ডিঙ্কা, অনিন্দ‍্য, কিয়া, দিঠি, অর্ণা, মিঠু দি, জাম্বো, পত্রলেখা সবারই ‘ছোটবেলা’র ছবি ভাইরাল।


তবে সকলের মধ‍্যে বিশেষ ভাবে নজর কেড়েছে জুন আন্টি এবং রোহিত সেন। পর্দার রোহিত সেনকে দেখে ক্রাশ খান না এমন মহিলা খুব কমই আছেন। তবে তার ছোটবেলার ছবি দেখলে নতুন করে প্রেমে পড়তে ইচ্ছা করবে। অপরদিকে জুন আন্টির ছোটবেলার ছবি দেখে অনেকের বক্তব‍্য, এই ছবির মতো বাস্তবেও যদি এতটাই সরল হতেন জুন আন্টি তবে শ্রীময়ীকে এত কষ্ট পেতে হত না।

সম্পর্কিত খবর

X